আমাদের কথা খুঁজে নিন

   

বর্ষ বিদায় ক্ষণে

সমস্ত আকাশ থেকে রাত্রি আর বৃষ্টি ঝরে পড়ে

ঘন কুয়াশার জাল ছিন্ন করেছিলো কাল চাঁদ। শুদ্ধ করে দিয়েছিলো পৃথিবীর সকল প্রমাদ। মহাসড়কের এপারে দাঁড়িয়ে, আমিও দেখেছি কাল বহুদূর দিঘী'র বুকে নীল শাপলা এক, শুকনো শীতের গাছে গৈ্রিক পাহাড়ী প্রলেপ। শীত শীত কিছু মুখ পূর্ণেন্দুর বুক থেকে শুষে নিলো যাবতীয় ওম ঘাসের শিশির থেকে মুখ ঘষে নিয়ে নিলো জীবনের ঘ্রাণ। দিগন্তে নীলাভ্র ছুঁয়ে নিলো নিবুনিবু গত'র ধূসর ক্ষণিকারে-- তুলে নিলো নিজ হাতে যা কিছু পুণ্যসঞ্চয় কণিক সত্য যা-ই ছিলো। বিমুগ্ধ বিমূঢ় এক রাত ছিলো কাল সব শেষ হয়ে যায় নাই যার কিছু সুর, কিছু ক্ষন কিছু কিছু যার মাঝে বাকি রয়েছিলো নিহত শুদ্ধ মন প্রেত হয়ে ঘোরে আজ নষ্ট সময়ে অনন্ত জিজ্ঞাসা নিয়ে ক্ষয়ে যাওয়া দু'চোখ তবু আদিগন্ত গৈরেয় হরিৎ দেখেছে পূর্ণিমায়; আগুনতো দেখে নাই কাল !

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।