আমাদের কথা খুঁজে নিন

   

খুলনার ভাই এবং কাকাদের সরণ বরছি

লেখা পড়া নিয়ে খুব চাপে আছি

আমি আমার আব্বার নিকট জানতে পেরেছি খুলনায় আমার বাবার কয়েক জন বন্ধু আছেন । জিনারা সব সময় আমার পিতাকে সহযোগিতা করেছেন । তিনাদের নাম হল শরিফ ,বকুল , বাপ্পি, আমার বাবার বন্ধু বিধায় আমার আঙ্কেল হওযার কথা কিন্থু আমার বাবা তিনাদের আঙ্কেল ডাকেন তাই আমাকে ভাই ডাকতে হচ্ছে । ধন্যবাদ সেই ভাইদেরকে জিনারা আমার পিতাকে সামহয়ার ব্যবহার করা শিখিয়েছেন । আমি এর আগে একবার মাত্র সামহয়ার এর মাধ্যমে একটি লেখা পোষ্ট করেছিলাম যাহা আমার ভাইয়েরা সবাই পরেছেন ।

শরিফ ভাই একটি মন্থব্য ও দিয়েছেন খুব খুশি হয়েছি, চেষ্টা করব লেখার জন্য । এখন একটা ব্যপারে আপনাদের জানাতে চাচ্ছি যে গত ১৮/১২/২০০৯ তারিখে শেষ হয়ে গেল জলবায়ু সম্মেলন সেখানে ১৯৩টি দেশের প্রতিনিধীরা আংশ নিয়েছিলেন । তিনাদের ভাবসাবে বুঝা গেল তিনারা সমস্যর সমাধান নয় পিকনিক করতে এসে ছিলেন । এবং গরিব দেশ গুলি যাহাতে শিল্পায়ন করতে না পারে এবং যারা শিল্পায়র করতে চায় পৃথিবী উত্তপ্ত এবং প্রাকৃতিক ভার সাম্য নষ্ট হবে বলে তাদের কে বাধা প্রদান করাই ছিল তাদের মূখ্য উদ্দেশ্য । আবস্য এই কথাও তারা বলে ছেন যারা শিল্পায়র করবেনা তাদের কে কিছু আরথিক কিছু সহয়োগিতা করা হবে অবস্য সেটাও সময় সাপেক্ষ ব্যপার ।

আসলে কিকারনে তারা একত্রিত হয়ে ছিল তার কোন ব্যখ্যাই বুঝা যায় নি । যদিও এটা আমার নিজস্ব মতামত । আরো অনেক কিছু বলার আছে এই ব্যপারে এখন সময় নাই পরে একসময় ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।