আমাদের কথা খুঁজে নিন

   

কালো চেহারা খুঁজে পায় না এইচপি’র ক্যামেরা



এইচপি ল্যাপটপে থাকা চেহারা সনাক্তে সক্ষম ক্যামেরা নাকি কালো চেহারা হলে তা খুঁজে পায় না৷ ইউটিউবে এক ভিডিও ছেড়ে এমনটাই দাবি করেছেন এক ব্যক্তি৷ আর তার দাবি সম্বলিত এই ভিডিও ইতিমধ্যে দেখা হয়েছে ১০ লাখের বেশি বার৷এই মাসের শুরুতে ইউটিউবে আপলোডকৃত ভিডিওটিতে দুইটি চরিত্র দেখানো হয়৷ একজনকে বলা হয় ‘‘ব্ল্যাক ডেশি'' এবং অন্যজন ‘‘হোয়াইট ওয়ান্ডা''৷ ভিডিওটি দেখা যায়, ব্ল্যাক ডেশি ক্যামেরা সামনে এসে নড়াচড়া করেন এবং কিছুক্ষন অপেক্ষা করেন৷ কিন্তু ক্যামেরা তার চেহারা সনাক্তে ব্যর্থ হয়৷ অন্যদিকে, হোয়াইট ওয়ান্ডা ক্যামেরার সামনে আসতেই তার চেহারার সঙ্গে সঙ্গে স্বয়ংক্রিয়ভাবে নড়তে থাকে ক্যামেরার ল্যান্স৷ ফলে তারা ভিডিওটির টাইটেল দেন, ‘‘ এইচপি ক্যামেরাস আর রেসিস্ট৷'' এই ভিডিওটির পক্ষে আরো অনেকে একই অভিযোগে ভিডিও ছাড়েন ইউটিউবে৷ কেউ কেউ আবার এই ভিডিওটিকেই নতুন করে প্রচার করেন নিজস্ব নেটওয়ার্কে৷ তাদের সবার একই প্রশ্ন, কালো চেহারা সনাক্তে ব্যর্থ কেন এইচপি'র ক্যামেরা? এদিকে বিষয়টি নিয়ে এইচপি'র এক মুখপাত্র সংবাদ মাধ্যম বিবিসিকে জানিয়েছেন , এইচপি চেহারা সনাক্তকারী সফটওয়্যারের এমন আচরণ সম্পর্কে খেয়াল রাখছে এবং সম্ভবত চেহারার সামনে আলোর স্বল্পতা থাকলে এটা ঘটে বলে মনে করছে সংস্থাটি৷ তবে, বিষয়টি তারা বেশ গুরুত্বের সঙ্গে নিয়েছে এবং সম্ভাব্য সমাধানের পথ খুঁজতে অংশীদারদের সঙ্গে আলোচনা করছে বলে খবরে প্রকাশ৷ প্রতিবেদক: আরাফাতুল ইসলাম সম্পাদনা: আবদুস সাত্তার Click This Link

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।