আমাদের কথা খুঁজে নিন

   

শুভ জন্মদিন সৈয়দ হক



আজ আমার প্রিয় লেখক সৈয়দ শামসুল হকের জন্মদিন। ১৯৩৫ সালের এই দিনে রংপুরের কুড়িগ্রামে তাঁর জন্ম। বাংলাভাষার সবচে' পরীক্ষাপ্রবণ এ কবি, গল্পকার, ঔপন্যাসিক, নাট্যকার, চিত্রকর, ভাস্কর এবং আরো বহুবিচিত্র সাহিত্য-শিল্পধারার কীর্তিমান স্রষ্টা সৈয়দ হক তাঁর পঞ্চাশ বছরের ক্রমাগত সৃজনশীলতায় আমাদের ভাষা ও সংস্কৃতিকে একাই অনেকখানি ঋদ্ধ করে তুলেছেন। শুভ জন্মদিন সৈয়দ হক, শতকোর্ধ দীর্ঘায়ূ কামনা করছি! কবি, আজ এ দেশের সাহিত্যবোদ্ধা লেখক-পাঠকদের শ্রদ্ধা ও ভালোবাসায় আপনি আপ্লুত হবেন, ফুলে ফুলে উপচে উঠবে আঙিনা, কীর্তিগাঁথায় মুখর হবে বাংলা একাডেমী -- কিন্তু আপনি জানবেন না, দূর পাড়াগাঁর আরো এক কৈশোরযাপক হককে কীভাবে আপনি "হৃৎকলমের টানে" বিস্ময়বিমুগ্ধ করে দিয়েছিলেন! "স্তব্ধতার অনুবাদ" দিয়ে "অন্তর্গত" করে নিয়েছিলেন! এমনকী কোনো শুভেচ্ছাবার্তাও পাঠাবো না, কারণ আপনার আন্তর্জালিক উদ্দেশ আমি জানি না! ইচ্ছে করছে আবৃত্তি করি সেই মুক্তোময় পঙক্তিগুলো : "তোমাকে অভিবাদন বাংলাদেশ তুমি ফিরে এসেছো তোমার মানচিত্রের ভেতরে, যার উপর দিয়ে বয়ে যাচ্ছে তেরশো নদীর ধারা তোমাকে অভিবাদন হে বাংলাদেশ তুমি ফিরে এসেছো তোমার বৃষ্টিভেজা খড়ের কুটিরে, যার ছায়ায় কতো দীর্ঘ অপেক্ষায় আছে সন্তান এবং স্বপ্ন।"


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।