আমাদের কথা খুঁজে নিন

   

পাওয়ার পয়েন্ট ৫টি অনলাইন বিকল্প



পাওয়ার পয়েন্ট সবচেয়ে জনপ্রিয় প্রেজেন্টেশন টুল । কিন্তু এর অনেক শক্তিশালী বিকল্প ও আছে । তেমনি ৫টি অনলাইন টুল থাকছে এই টিউনে । ১. Google Docs: প্রায় সবাই এটার সাথে পরিচিত । জায়ান্ট গুগলের অন্যতম জনপ্রিয় টুল এটি ।

এর দ্বারা তৈরীকৃত প্রেজেন্টেশনকে রিয়ালটাইম অনলাইন শেয়ারিং করা যায় । তাছাড়া MS Power Point এর তৈরীকৃত ফাইলগুলোকে আপলোড করে এডিটও করা যায় Google Docs-এ । http://docs.google.com/ ২. Zoho Show: এটি অন্যতম পাওয়ারফুল প্রেজেন্টেশন টুল । এটি আপনাকে থিম , ক্লিপ আর্ট , সেপ দিয়ে মনোরম প্রেজেন্টেশন তৈরীতে সাহায্য করবে । এর বিশেষ সুবিধা হল এর চেটিং ফিচার ।

এর দ্বারা পৃথিবীর অন্য প্রান্তে থাকা কাস্টমারকেও প্রেজেন্টেশন দিতে পারবেন । http://show.zoho.com/login.do ৩. AjaxPresents: এটিও একটি ভাল টুল । এর দ্বারা .odp ও .ppt ফাইলকে এডিট ও করা যাবে । এটি প্রতিটি প্রেজেন্টেশনের একটি বিশেষ ইউআরএল দিবে যার দ্বারা সবার সাথে একে শেয়ার করতে পারবেন । দর্ক এটি ডাউনলোড ছাড়াও কমেন্ট ও করতে পারবে ।

http://us.ajax13.com/en/ajaxpresents/index.jsp ৪. ZSlide: এটি ZCubes অনলাইন অফিস সুইটের একটি অংশ । এর দুটি ইউজার মোড আছে beginners ও Professional । এর তৈরী প্রেজেন্টেশনে ওয়েবে থাকা ফ্লাশ এনিমেশন ও ভিডিও যোগ করা যাবে । http://home.zcubes.com/zslide.htm ৫. Preezo: এটিও একটি শক্তিশালী টুল । এর মূল বৈশিষ্ট হচ্ছে এর দ্রুততা ।

এর দ্বারা তৈরীকৃত প্রেজেন্টেশনও সহজে শেয়ার , আপলোড-ডাউনলোড ও মডিফাই করা যাবে । http://preezo.com/ উপরের সবকটি টুল ব্যবহার করতেই সংশ্লিষ্ট সাইটে এ্যাকাউন্ট থাকা লাগবে সা গুলো টুলই ফ্রি । এগুলো ছাড়াও prezi টাও ভাল টুল । আরো পড়তে পারেন ।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.