আমাদের কথা খুঁজে নিন

   

আপনার দেখা সেরা একটি মুভির নাম দিন (ব্লগীয় জরিপ)

ফেসবুকে আমারে "বিডি আইডল" নামে সার্চ দিয়া পাওয়া যাবে

আপনার দেখা যে কোন ভাষায় সেরা মুভির নাম দিন.....প্রতি ক্যাটাগরিতে একটি মাত্র মুভির নাম দিতে পারবেন....জরিপ শেষে উঠে আসা নাম গুলো নিয়ে একটি তালিকা পোষ্ট করা হবে...সম্ভাব্য ডাউনলোড লিংক এবং রিভিউ সহ। মুভির এই জরিপটি সামু ব্লগ এবং আমু ব্লগে একসাথে করা হচ্ছে। মূলত: মুভি প্রেমীদের পছন্দের একত্রীকরণ এবং অন্যান্যদের ভালো মুভি দেখার সুযোগ করে দিতে এই উদ্যোগ। ক্যাটাগরি গুলো ভালো করে দেখার অনুরোধ থাকলো নাম দেবার আগে...ভালো হয় ইংরেজীতে নাম (এবং আইএমডিবির লিংক সহ) দিলে। জরিপটি চলবে আগামী ১৫ ই জানুয়ারী পর্যন্ত।

ক্যাটাগরিঃ ১. আ্যকশন: এই ক্যাটাগরিতে সাইন্স-ফিকশন, আ্যডভেন্চার এবং মার্শাল আর্ট মুভি রাখা যাবে না। ২. সাইন্স-ফিকশন: শুধুমাত্র সাইন্স-ফিকশন। কোন হরর, জম্বি, স্ল্যাশার, ফ্যান্টাসি মুভি রাখা যাবে না। ৩. থ্রিলার/মিস্ট্রিঃ হরর মুভি এই ক্যাটাগরিতে আসতে পারবে না। মূলত: কাহিনীর জটিলতা আছে এবং চমক আছে এই ধরণের মুভি।

৪. মার্শাল আর্ট: মার্শাল আর্ট, কুংফু ইত্যাদি টাইপের মুভি। ৫. ফ্যান্টাসি: যেসব মুভিতে মিথ, রুপকথা ইত্যাদির কাহিনী আছে। ৬. কমেডি: যেসব মুভিতে প্রচুর পরিমাণে হাসির উপাদান আছে। ৭. রোমান্টিক: মূলত: প্রেম-বিরহ নিয়ে কাহিনী। ৮. ড্রামা: অভিনয় এবং গল্প নিয়ে যেসব মুভি।

৯. আ্যডভেন্চার: দেশ ভ্রমণ, গুপ্তধন উদ্ধার ইত্যাদি উপজীব্য নিয়ে মুভি। ১০. হরর: ভৌতিক, ড্রাকুলা, জম্বি, স্ল্যাশার (যেমন: স) ইত্যাদি টাইপের মুভি। ১১. ফ্যামিলি: পরিবারের সবাইকে নিয়ে দেখার মত মুভি। আ্যনিমেশন মুভি থাকতে পারবে না এই ক্যাটাগরিতে। ১২. আ্যনিমেশন: সিজিআই ভিত্তিক মুভি।

১৩. ডকুমেন্টারি: সত্য ঘটনা বা বৈজ্ঞানিক বিষয়দি নিয়ে ফিল্ম। ১৪. ওয়ার: যুদ্ধকে মূল উপজীব্য করে মুভি যে কোন ক্যাটাগরিতে শুধু একটি নাম দিতে পারবেন...এই ক্যাটাগরির বাইরের কোন মুভি হলে (যেমন: ওয়েস্টার্ন) ক্যাটাগরির সাথে সর্বোচ্চ মিলে (যেমন: আ্যকশন বা ড্রামা) এমন ক্যাটাগরিতে দিতে পারেন। সহায়ক লিংকঃ আইএমডিবি মুভি জেনার


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.