আমাদের কথা খুঁজে নিন

   

*আপডেট সহ * বর্ষপূর্তির কত কথা !! [ তেলাপোকা ও একটা পাখি আমি ও একটা লেখক !!... ]

http://shorob.com/author/bohemian/

তেলাপোকাও একটা পাখি, বোহেমিয়ান ও একজন লেখক! তার আবার বর্ষপুর্তি পোস্ট! সামু যদিও দেখাচ্ছে আমার বয়স এক বছর (মানে আমার ব্লগের বয়স ) আসলে আমি ব্লগিং করছি মাত্র ৫ মাস ধরে । কিন্তু বর্ষপূর্তির পোস্ট দেবার যখন একটা সুযোগ পাইছি তখন কেন ছাড়ব?!! বর্ষপূর্তির পোস্ট দেয়া মানেই ফুল প্যাণ্ট ব্লগার হয়ে যাওয়া । (আর কত দিন হাফ প্যান্ট পরে থাকব? বয়স তো কম হইল না! মান ইজ্জত এর একটা ব্যাপার আছে না! ) প্রথম পোস্ট দিয়েছিলাম ১১ আগস্ট । দুই ঘণ্টার মধ্যে দুই খান পুষ্ট । একটা ছিল আমি কি হনু রে মার্কা নিজেকে চেনানোর নির্লজ্জ পোস্ট ।

আরেকটা ছিল ক্যামেরায় ক্লিক করতে করতে ফাঁক তালে যেই দুই একটা ভাল ছবি উঠে গেছে তার একটা লিস্ট । কিন্তু পোস্ট দিয়ে তেমন লাভ হয় নাই । মানুষ জন পড়ল না । দুই দিন পর ফেইসবুকে শেয়ার দিলাম । তাও মানুষ পড়ে না ।

এর পর একে একে ৩ টা পোস্ট দিলাম । কেউ পড়ে না। কোন কমেন্ট ও নাই । সামুও আমারে ছাড়ে না! আমারে লাল বাত্তি দেখায় । মানে ব্লকড ব্লগার করে রাখছে ।

তার পর দিলাম আমার খুব প্রিয় একটা লেখা । মূলত যেই লেখার রেসপন্স দেখেই ব্লগিং শুরু করেছিলাম, সেই লেখা । চলো বিয়ে করে ফেলি ! (কিছুটা সত্য, কিছুটা মিথ্যা ,কিছুটা অতিরঞ্জিত ...)। (সেই পোস্টে প্রথম কমেন্ট করেন অপর্ণা দি। এবং আরো দু এক জন ) তবুও ফলাফল শুণ্যের কাছা কাছি ।

নিজেকে কেমন ফ্লপ নায়ক এর মত মনে হতে লাগল । তারপর পাঠক পাবার জন্য দিলাম ১৮+ পুষ্ট । সেইটাও ফ্লপ । বাংলা সিনেমার কাটপিস দিয়েও আমার কপাল খুলল না! সামুও আমারে ছাড়ে না । অনেক দিন পর তারা আমারে ওয়াচে রাখা শুরু করল ।

মডুদের কেউ নারী আছেন কিনা খোঁজ নিতে শুরু করলাম ! আমারে যেহেতু ওয়াচে রাখছে! আমার প্রেমে পড়তেই পারে! শুনলাম আছে!! আমি তো বললাম জোস! নাহ! কপাল খুলল না ! আমার প্রতি মেয়েরা সব সময় ই নির্দয় । মডু একজন নারী, তিনি কেন হবেন না! পরে শুনলাম তিনি বিবাহিত । আমি তখন ভাবলাম " তাই তো বলি আমার প্রেমে কেন পড়লেন না!! " (সেই সময়ে আমার জানা ছিল না মডু বিষয়ক ঝামেলা গুলোর কথা । পরে নিজের চোখেই দেখলাম । ) যাই হোক, সেই সময় আমাকে কমেণ্ট করতে দেয়া হত না ।

ভাল ভাল লেখা পড়ি (নতুন/ পুরনো সব ই )। কিন্তু কমেন্ট করা যায় না । লেখা দেখি আপনি কমেন্ট করতে পারবেন না । আপনি নিরাপদ ব্লগার না । এর মধ্যে একটা ব্লগাড্ডা হয় বুয়েটে ।

আমার লেখা পড়া তো দূরে থাক কেউ নাম ই শোনে নাই । সবাই এটা ওটা নিয়ে গল্প করে । আমি তো ব্লগের কিছুই জানি না। আড্ডায় কিছু বলতেও পারি না । চিপায় বসেছিলাম ।

আর অন্যরা গ্রুপ গ্রুপ করে আড্ডা দিচ্ছিল । মাঝে মাঝে দুই এক গ্রুপের কাছে যাই । কিন্তু কিছুই বুঝি না । তাই ছবি তুলেই সেই আড্ডা পার করি । ভাবতে থাকি এর পর যখন হবে আমি নিশ্চয় ই ততদিনে অনেক কিছু জেনে যাব ।

আড্ডায় একটিভ হব । সে দিন রাতে এসেই তড়িঘড়ি করে একটা পোস্ট দিলাম । সবাই কমেন্ট করবে আর নিরাপদ করা হবে আমাকে । আড্ডার কয়েকটি পোস্ট ই ছিল (মেহরাব ভাই, টোনা ... ) এর মধ্যে আমার টাই সবচেয়ে খারাপ ছিল । একে তাড়া হুড়ো করে লিখেছি তার পর আড্ডার চিপায় বসেছিলাম,... তারপর দিলাম একটা কবিতা এবং একটা অণুকাব্যের পোস্ট ।

অণুকাব্যের পোস্টটা বেশ হিট হল । (অন্য গুলোর তুলনায় )। অনেক দিন পর সামু আমাকে জানাইল আমি একজন সাধারণ(জেনারেল!)ব্লগার! এইটা আলাদা করে বলার কি দরকার ছিল যে আমি সাধারণ ব্লগার?!!! @মডুগণ সাধারণ কে সাধারণ বলিয়া লজ্জা দিবেন না ! তার অনেক অনেক দিন পর আমি হলাম নিরাপদ ব্লগার । দিনটি ছিল অক্টোবর ৫ । তার তিন দিন পর যেই পোস্ট দিলাম তা আমাকে মোটামুটি গাছে তুলে দিল ।

বিবাহ অথবা পাত্র পাত্রী বিষয়ক কথোপকথন । ভয়ে ভয়ে এপু,সাজিপু,রাগ আপু, ফারহান ভাইকে উৎসর্গ করলাম । ""এত খারাপ লেখা আমারে উৎসর্গ করলা"" এই বলে মাইর দেন কিনা ভয়ে ছিলাম । নাহ! ঠিক উলটোটা হল । তুমুল প্রশংসায় আমি আপ্লুত হয়ে গেলাম !! রাগ আপু থেকে শুরু করে ফারহান ভাই, মেহরাব ভাই, হামা ভাই , পারভেজ ভাই,আরাফাত ভাই ,ভেবু আপু,জানজাবিদ ভাই ,কাকন আপু,অনন্ত দিগন্ত ভাই, তায়েফ ভাই ,সাদাত ভাই, শামীম ভাই , মুনশিয়ানা ভাই, শান্তির দেবদূত ভাই, ...বললেন "খ্রাপ না!" ব্লগীয় জেবনে নতুন বাঁক ।

তারপর লিখলাম জ্যোতির্ময় বচন ( এক রূপবতীর সাথে কথোপকথন , হাল্কা ১৮+ )। এখন পর্যন্ত আমার সবচেয়ে জনপ্রিয় পোস্ট । লেখার সময় খুব মজা পেয়েছিলাম । রেসপন্স দেখে তো মাটিতে পা দেই নি দু দিন !! এর পর সিনিয়র ব্লগাররা একটু একটু করে আসা শুরু করলেন ... ভাবলাম । আমিও পারব ।

এখনো পর্যন্ত সেই ধারণা অব্যাহত আছে। আমি পারব । ধইন্যাপাতা সকল সহ ব্লগার কে অনেক অনেক ধন্যবাদ। নাম লিখে পোস্ট বড় করতে থুক্কু আপনাদের ছোট করতে চাই না! ব্লগীয় পরিবারে আমি অনেক অনেক কিছু পেয়েছি । সবার জন্য রইল হৃদয় নিঙড়ানো ভালবাসা! এখন হার্ট এটাক না হইলেই হয়! প্রাপ্তি /তৃপ্তি অনেক অনেক ।

*রাগ আপু দুটি পোস্টে কমেন্ট করেছিলেন । দুটোই তার প্রিয়তে!! *ম্যাভেরিক দা বলেছেন এ যুগের মুজতবা কিংবা একজন শিবরাম !!! । *নুশেরা আপু লিখেছেন বোহেমিয়ান কথকতা চলতে থাকুক। *ফারহান ভাই বলছেন তুমি দেখি গুণী পাবলিক !! *তামিম ভাই অনেক আগেই আমাকে তাঁর লিঙ্কস এ স্থান দিয়েছেন । তখন পর্যন্ত আমি পাত্র পাত্রী বা জ্যোতি নিয়ে লিখি নি !! *শামীম ভাই বলেছেন আপনার লেখা ভাই পাই! * মুনশিয়ানা :: বোহেমিয়ান লম্বা রেসের ঘোড়া ! *জানজাবিদ ভাই লিখেছেন "তরুণ ব্লাগারদের মধ্যে আমার লেখা তিনি ভাল পান! ।

" *অনেক ভাল ভাল লেখক বলেন "বোহেমিয়ান আপনার লেখা ভাল লাগে !" *অনেকে(এই লিস্টে আমার অনেক সিনিয়র বড় ভাই/আপু/টিচার ও আছেন!) বলে "জ্যোতির পরের পোস্ট /নতুন লেখা কবে আসবে " । এটা আমার জন্য অনেক বড় পাওনা । (সিনিয়র ব্লগাররা হয়ত এটা শুনে হাসবেন । তাদেরকে সবাই প্রতি দিন ই হয়ত জিজ্ঞেস করেন এসব । আমার কথা আলাদা ।

আমার মত সাধারণ মানুষের জন্য এটা একটা বড় প্রাপ্তি ই বটে । ) *ভেবু আপার এলিট লিস্টে আমার একটা লেখা ঠাঁই পেয়েছে । *এরশাদ বাদশা ভাইএর পোস্টে লেখা হয়েছে ভাল লেখেন এই ভদ্র লোক !! *আমার জন্মদিনে হামা ভাই আর অপর্ণা দি পোস্ট দিয়েছিলেন । * এক আপুকে একবার ফেইসবুকে যোগ করার পর আপু বললেন ""আরে তোমার লেখা তো আমি পড়ি! তুমি ই তাহলে সেই বোহেমিয়ান ! ! "" *অনেক সম বয়সী/ বয়সে ছোট ব্লগার দের নাম বাদ পড়ে গেছে। ভাঙা পেন্সিল, রাজি (শিট সুজি),আমড়া ,আকাশ পাগলা, অপ্সরী , মুন্না ... এরা আমাকে অনেক অনেক ভাবে উৎসাহিত করেছে ।

এদের কে পাশে পাওয়াটা বিশাল ব্যাপার । প্রাপ্তি, তৃপ্তি অনেক অনেক অনেক ... দায়বদ্ধতা আমার লেখা ধরা যাক ( সত্যি সংখ্যা আরো কম হবে ) ১০০ জন নিয়মিত পড়েন । তার মানে আমার ক্ষমতা আছে কিছুটা হলেও তাদেরকে প্রভাবিত করার । আমার লেখায় তাই লক্ষ্য থাকে ভাল কিছু করার । ইতিবাচক কিছু পরিবর্তন আনার ।

আমার কথা বানাম ভুল হয়, লেখার পেছনে সময় না দেবার কারণে । আমার লেখা হয় আড়ং এর মডেলদের মত ক্ষ্যাত ! আশা করছি সামনের দিন গুলিতে ভাল লিখতে পারব । সময় দিতে পারব । কেউ আর এই কথা বলতে পারবে না তেলাপোকাও একটা পাখি, বোহেমিয়ান ও একজন লেখক! তমা র দ্বিতীয় পর্ব লেখা হচ্ছে না । মেয়েটির প্রতি ভালবাসা এতটা গভীর ।

লেখার সাহস পাই না । লিখতে গেলেই বুক কাঁপে। জ্যোতিকে যারা পছন্দ করেন তাদের জন্য সুখবর। ৩য়, ৪র্থ পর্বের প্লট রেডি! ! আশা করছি তাড়াতাড়ি দিব । স্বপ্নে তুমি র দ্বিতীয় পর্বের মাল মশলা রেডি ।

দেখি কবে নাগাদ রান্না করতে পারি । আমার ভাল মানুষী ইমেজ মুছে যাতে পারে এই পর্বের পর! উৎসর্গ আমার লেখা যারা পড়েন । তাঁদের সবাইকে । ধন্যবাদ আপনাদের । আপনাদের রেসপন্স আমার জন্য খুব গুরুত্বপূর্ণ ।

তাই লেখা নিয়ে বেশি বেশি মন্তব্য করুন। ব্লগে, ফেইসবুকে ,সরাসরি । সরাসরি বললে আমি লজ্জা পাব ! !! আমি একটু বেশি ই লজ্জা পাই ! আচ্ছা লজ্জায় কালো হয়ে যাবার কোন ইমো নাই ক্যান?!! আমি তো লজ্জায় লাল হই না! কালো হই!!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.