আমাদের কথা খুঁজে নিন

   

আপডেট আপডেট আপডেটঃ বিক্ষোভে উত্তাল সিলেট, হাজারেরও বেশী জনতার ঢল !! ( ফটো ব্লগ )

বিপ্লব স্পন্দিত বুকে মনে হয় আমিই মুজিব বিক্ষোভের ২য় ও ৩য় দিনের আপডেটঃ শহীদ মিনার মুখে ধেয়ে আসছে হাজার হাজার মানুষের স্রোত , ঠিক যেন ৫২'র ভাষা আন্দোলন । আন্দোলনের ২য় দিনেও শাবি ক্যাম্পাস ছিলো মুখর ... শাবি গেইটের সামনে ... দেখে বুঝার উপায় নেই এইটা শাহবাগ,নাকি চৌহাট্টা ... মোরা একটি ফুলকে বাচাবো বলে যুদ্ধ করি...... রাজাকারদের চোখে মুখে, দাও আগুন জালিয়ে... এ আমার দেশ,এ আমার প্রেম... ৭১ এর চেতনা,হারিয়ে যেতে দেবোনা... সব গুলা ছবির কৃতজ্ঞতা দোলন দা ৩য় দিনে আমার ভাঙ্গা মোবাইলে তোলা একখান ছবি্‌ ১ম দিনের আন্দোলনঃ কাদের মোল্লা উরফে কসাই মোল্লার কুশপত্তলিকা লোকে লোকারণ্য রাজপথ যেন নিজেদের মনের কথাগুলো ভেসে উঠছে রাস্তায় বিক্ষোভে শাঃবিঃপ্রঃবি পরিবারের একাংশ সবার মুখে একটাই শ্লোগানঃ জামাত শিবির রাজাকার,এই মুহূর্তে বাংলা ছাড় । বরাবরের মতই সাথে ছিলেন জাফর স্যার ... থুতু ফেলি এই মুখে মোমবাতির আলোয় দূর হউক কলঙ্কের কালিমা বক্তব্য দিচ্ছেন জাফর স্যার । স্যার বলেছেন,তরুণ সমাজ নিজেই জেগে ওঠেছে। তরুণরা নিজেরাই ঠিক করেছে কি করতে হবে? একাত্তরেও এমনটি হয়েছিলো।

কাউকে বলে দিতে হয়নি। একাত্তরের এই তরুণরাই দেশ স্বাধীন করেছিলো। ৫২ সালেও বলে দিতো হয়নি তাদের কি করতে হবে? তখন তারা ভাষার জন্য প্রাণ দিয়েছিলো। এখন তোমারা যা সিদ্ধান্ত নেবে আমরা তোমাদের পিছনে পিছনে যাবো। তোমরা আমাদের রাজাকার মুক্ত বাংলাদেশ উপহার দাও, কলংকমুক্ত বাংলাদেশ উপহার দাও।

যুদ্ধাপরাধীদের ফাঁসি হলো ন্যায় বিচার। আর ফাঁসি ছাড়া সকল তরুণ যেন রাজপথ ছেড়ো না । " চোখ ফিল্ম সোসাইটির উদ্যোগে দেখানো হচ্ছে মুক্তিযুদ্ধের উপর প্রামান্য চিত্র এই ছবির কি ক্যাপশন হতে পারে ??? ৪,৬ ও ৮ নাম্বার ছবির কৃতজ্ঞতাদোলন দা  ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.