আমাদের কথা খুঁজে নিন

   

আপডেট ! আপডেট ! খরচ বাঁচান, নেট চালান!

আমি নিয়মিত আপডেট না দিলে আবার আপনারা বলিবেন আমিকী হ্যাং হইয়া গিয়াছি নাকি! আজ কম খরচে কীভাবে ব্লগিং বা নেটিং করিবেন তাহা লইয়া ইন্সটল হইলাম

কথায় আছে, বুদ্ধি থাকিলে শ্বশুরবাড়ি ঘরজামাই হইয়া থাকিতে হয়না

টাকা বাঁচাইয়া ব্লগিং না’করিলে, জীবনে পস্তাইতে হইবে। কেননা, সবকিছুর সাথে টাকারও প্রয়োজন রহিয়াছে

আপনি ব্লগিং করিবেন, এবং নেট কম খরচ করিবেন।

আমি রবি সিম ব্যবহার করিতেছি তাই রবি সিমের নেট খরচের উদাহরন দেই।
আমি প্রতি সপ্তাহে মাত্র ১৫০ এমবি রবি নেট ব্যয় করিয়া ধুমাইয়া ব্লগিং চালাইয়া নিতে পারি। তাহা হইলে আপনি মনে করিবেন আমি পোস্ট পাঠ না করিয়াই মন্তব্য করিয়া থাকি! তাহা মনে করিলে ভুল হইবে।

আমি মনোযোগ সহকারেই সব পোস্ট পড়িয়া মন্তব্য করিয়া থাকি। আসুন পদ্ধতি লইয়া আলোচনা করি।

মনেকরি রবি সিমে ১৫০ এমবি নেট ক্রয় করিলাম। বর্তমান মূল্য প্রায় ৬০ টাকা।
মেয়াদ ১ সপ্তাহ।

এবং আমি এই এক সপ্তাহই ব্লগিং করিবো।


উদাহরনঃ প্রথম আলো ব্লগে ব্লগিং।
প্রথমে আলো ব্লগ ওপেন করিয়া লগইন করুন।
এইবার চোখ বুলাইয়া লক্ষ্য করুন, আপনি কোন কোন পোস্ট পড়িবেন এবং মন্তব্য করিবেন। দেখা শেষ হইলে সবগুলো পোস্ট একসাথে ওপেন করিবেন।


কীভাবে করিবেন?
লেখার শিরোনামে কার্সর রাখিয়া রাইট বাটনে ক্লিক করিলে Open Link in New Tab দেখিতে পাইবেন। এইবার সেইখানে ক্লিক করিলে আলাদা ট্যাবে আপনার পছন্দের পোস্ট ওপেন হইবে। এইভাবে তড়িৎ গতিতে একসাথে আপনি ১ হইতে ৮টা বা তারও বেশি পোস্ট ওপেন করিতে পারিবেন।

পোস্ট সম্পূর্ণরূপে ওপেন হইয়া গেলে আপনি আপনার নেট লাইন Disconnect করিয়া দিন। এইবার শান্তিমতো একটি একটি করিয়া মনোযোগ সহকারে লেখা পাঠ করুন, এবং মন্তব্য লিখুন।

কিন্তু লেখা মন্তব্য আপাতত সেন্ড করিবেননা। কেননা আপনার নেট বর্তমানে Connect নহে।

সবগুলো পোস্ট পাঠ এবং মন্তব্য লিপিবদ্ধ শেষ হইলে আপনি আবার নেটের লাইন Connect করুন এবং ক্রমান্বয়ে সবগুলো পোস্টের মন্তব্য একসাথে সেন্ড করুন।
দেখিবেন সবগুলো পোস্টে একসাথে মন্তব্য হইয়া গিয়াছে!
কিন্তু খেয়াল রাখিবেন, লেখা পাঠ এবং মন্তব্য লেখায় অতিরিক্ত সময় যেন ব্যয় না’হয়। অতিরিক্ত সময় চলিয়া গেলে আপনি লগআউট হইয়া যাইবেন।



যদি পোস্ট বড় হইয়া থাকে এবং পাঠ এবং মন্তব্য লিখিতে সময় অধিক লাগে তাহা হইলে পোস্ট কম ওপেন করিবেন। তবে লাইন Disconnect করিয়া আমি দেখিয়াছি ১৫-২৫ মিনিট পর্যন্ত লগইন অবস্থায় থাকা যায়।

মূল কথা হইলো, আপনার প্রয়োজনীয় যেকোনো পেইজ ওপেন করিয়া নেট Disconnect করিবেন। এবং প্রয়োজনে আবার Connect করিয়া ব্যবহার করিবেন।

উপকারিতাঃ ব্লগে যেহেতু লেখা পাঠই হইলো মূল, সেহেতু লাইন Disconnect থাকিলে আরামে সময় লইয়া পোস্ট পাঠ এবং মন্তব্য করা যায়।

তাহাতে কোনোই তাড়া থাকেনা।

সবাইকে ধন্যবাদ শুভ ব্লগিং।

মন্তব্য করিয়া যাইতে ভুলিবেন্না
গিন্নীকে মন্তব্য দেখাইতে হইবে ইহা গিন্নীর শর্ত ।

সোর্স: http://prothom-aloblog.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.