আমাদের কথা খুঁজে নিন

   

প্রেমের মরা

"পসার বিকিয়ে চলি জগৎ ফুটপাতে, সন্ধ্যাকালে ফিরে আসি প্রিয়ার মালা হাতে"

প্রেমের মরা অহংকারে পাটাতনে ঘুমিয়েছিলে তুমি। আমি অবুঝ মাঝি খেয়ালী নৌকার হাল ধরে বসে ছিলাম অবিশ্বাসের গলুইয়ে। আমার মনের ঈষাণ কোণে তখন প্রণয়ের ঘনঘটা। বেগতিক এক বাউলা বাতাসে নৌকা দুলে উঠতেই তোমার ঘুম ভেঙ্গে গেল। তুমি নৌকাডুবির আশঙ্কায় আমাকে ভর্ৎসনা করলে।

মনের পারাপারে আমি নির্লোভ নই তুমি সেকথাই বুঝিয়ে দিলে। অথচ তুমি কী করে বুঝবে এক মাঝি প্রেমের অথৈ জলে তোমাকে নিয়ে ডুববে বলেই মাঝ নদীতে হাল ছেড়ে তোমার হাতটাই ধরতে চেয়েছিল। অহংকারের পাটাতন আঁকড়ে ধরে তুমি বাঁচতে চাইলেও আমি বিশ্বাসী খড়কুটোর মতো তোমাকেই আঁকড়ে ধরবো। তুমি ভাসতে চাইলেও আমি তোমাকে নিয়েই ডুববো। আমি বিশ্বাস করি, "প্রেমের মরা জলে ডোবেনা"।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.