আমাদের কথা খুঁজে নিন

   

যৎসামান্য তৃষ্ণার নদী

ভেঙ্গে পড়ে সাবেকী বিশ্বাস,

যৎসামান্য তৃষ্ণার নদী -আবু মকসুদ জলে জং ধরে শুকিয়ে গেলে কমতে থাকে বন্দরের কোলাহল দু’আনা দুঃখ ধুতে কতবার ছুঁয়ে গেছি তারে পরশে কেঁপে উঠে নাভিমূল শব্দগুলো সযত্নে রেখেছি আগলে যৎসামান্য সাহায্যে, তৃষ্ণার নদী উড়বে উপভোক্তা পাখিটির মতো ভেতরে আলো আছে, নক্ষত্রবীথির সাথী নিশ্চিত রাত্রি পেরুতে রোমাঞ্চের সাথে প্রয়োজন প্রখর সর্তকতা রঙ বদলানো অনিবার্য নয় আত্মরক্ষার তাগিদে চন্দ্রবুড়োও বৃক্ষনিবাসে, সহবাসে মাতে দিগন্তে উড়ে গেলে পাখির সন্তান সনাতন দৃশ্যেও দেখি, জল কোলাহলে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।