আমাদের কথা খুঁজে নিন

   

কবিতাঃ 'কাক করে কা কা' ( ব্লগীয় মহা কবি মাইকলে মেহেদী এর অনুপ্রেরনা আছে যৎসামান্য হলেও এইটি চয়নে)

[অন্যর দোষ না খুঁজে আগে যদি সবাই নজের দোষটা খুঁজত তাহলে বোধহয় সব সমস্যার সমাধান হয়ে যেত]............... [পথের শেষ নেই, আমার শেষ আছে, তাইত দ্বন্দ্ব] http://mamunma.blogspot.com/

একটা কাক, শব্দ শুনি - কা কা দুইটা কাক, শব্দ শুনি - কা কা তিনটা কাক, শব্দ শুনি - কা কা একটা মানুষ, শব্দ নাই - সুনশান দুইটা মানুষ, শব্দ আছে - গালাগালি, হার না মানা ঝগড়াঝাটির। তিনটা মানুষ , শব্দ বেশ, হৈ চৈ, টিপ্পনি এবং সাথে হাতাহাতির। ‌' মানুষের সাথে কাকের তুলনা, তার তো ভার্সেটালিটিই নাই, ইতর প্রাণী, কা কা ছাড়া আর কি কোন শব্দ কণ্ঠে পাই?' ভুল হয়েছে ভুল, ভার্সিটালিটির আখড়া, সে তো মানুষ ইতরামির ভার্সেটাইল ইস্টাইলে বেহুশ কাক করছে কা কা, মানুষ আরও এগিয়ে বলছে অবিরত খা খা, সব খা কেড়ে কেড়ে খা যা পাস আর যা না । ভুল হয়েছে ভুল, সভ্যতার আখড়া, সে তো এই মানুষ কণ্ঠে শব্দের অসীমতায় বেহিসাবিবেহুশ, কাক করছে কা কা , মানুষ আরও বহুদূর সামনে দাঁড়িয়ে, কণ্ঠে শব্দ ঠিক তা তা আসছে মনে অন্য জনে হেয়র জন্য যা যা। ' আবারও সেই - কাকের সাথে মানুষেরই তুলনা করছ ভুল , সে তো বুদ্ধি বিহীন; কাদাকার পাখী, নোংরা খাদক, তাই ভুলে পথ ঘাটটা করেই ফেলে ক্লীন।' ভুল হয়েছে ভুল, আমরা মানুষ , মোদের ভুবন নোংরা করব, ইচ্ছে যখন আকাশ বাতাস জল বা মাটি কাক তুচ্ছ মানুষ ই খাটি।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।