আমাদের কথা খুঁজে নিন

   

আওয়ামীলীগ এর দীর্ঘদিনের নেতাকর্মীরা - কেন রানার পক্ষ নিয়ে কথা বলবেন?

জোর হোক শুধু গলার আওয়াজ, গায়ের জোরটা তোলাই থাকুক আওয়ামীলীগ এর দীর্ঘদিনের নেতাকর্মীরা - কেন রানার পক্ষ নিয়ে কথা বলবেন? কেন একজন খুনির দায় দায়িত্ব নেবেন? সাধারণ মানুষ হিসেবে নিজস্ব ভাবনার কথা নাহয় বাদ দিলাম। একজন পার্টিজান কর্মী হিসেবে ভাবুন: - আপনার পার্টি কি রানার পরিবারকে ত্রুটিপূর্ণ বিল্ডিং বানাতে বলেছিল? - পার্টি কি রানাকে এই অন্যায়গুলো করতে বলেছিল? - রানা বা রানার পরিবারের পার্টির প্রতি কন্ট্রিবিউশন কি? - মুরাদ জং এর সাথে তার যা সেটেলমেন্ট সেটা আর্থিক। তার দায় সোললি মুরাদ জং এর। আপনি সেটা নিতে যাবেন কেন? - মুরদ জং যদি বলে - পার্টির টাকার এবং শক্তির জন্য রানার মতো লোককে দরকার ছিল। সে কথা আপনি কেন মানবেন? ওই এলাকায় পার্টি চালানোর পয়সা দেবার মত কোন ভাল ব্যবসায়ী ছিল না? আওয়ামীলীগ কি রানার মতো লোকের শক্তিতে বাঁচে? মনে রাখবেন - আজ আপনারা রানার পিছনে দাঁড়ানো মানে : - পর্টিতে বঙ্গবন্ধুর আদর্শ বিরোধী পয়সাওয়ালা দুষ্কৃতিকারীদের অনুপ্রবেশ উৎসাহিত করা।

- আপনাদের আবেগ অনুভূতির মূল্য না দিয়ে, সিজনাল নেতা/কর্মীদের দলে ঢোকানোতে উৎসাহিত করা। - কিছু টাউর্টকে ব্যক্তি-স্বার্থ সিদ্ধির জন্য, আপনার সমর্থনের অপব্যবহার করতে উৎসাহিত করা। - ভবিষ্যৎ রাজনীতিকে আর দুর্গন্ধময় করতে উৎসাহিত করা। আমি তিন পুরুষ ধরে আওয়ামীলীগ এর কর্মী এবং সমর্থক হিসেবে বলছি : - খুনি রানা ও রানার পরিবারের বিচার এবং যথোপযুক্ত শাস্তি চাই। - সকল খুনি প্রতিষ্ঠান মালিকের বিচার এবং যথোপযুক্ত শাস্তি চাই।

আজ আওয়ামীলীগ এর সমর্থক হিসেবে, দাবী নিয়ে বিচার চাই। পার্টির জন্য আমাদের ক্ষুদ্র কন্ট্রিবিউশনের, দাবী নিয়ে বিচার চাই। বঙ্গবন্ধুর আদর্শের প্রতি অবিচল আস্থা রাখার, দাবী নিয়ে বিচার চাই। জননেত্রী শেখ হাসিনার জন্য ভোট চাওয়া, মাঠে খাটার, দাবী নিয়ে বিচার চাই। মাঠে ঘাটে আওয়ামীলীগ এর ক্যাম্পেইনে সরব থাকা কর্মী হিসেবে, দাবী নিয়ে বিচার চাই।

জানি আমার মত ক্ষুদ্র সমর্থকের দাবীতে কিছু এসে যায় না। তবে আমার মত কোটি কোটি ক্ষুদ্র সমর্থকের হৃদয়েই কিন্তু আওয়ামীলীগ বাঁচে। রানা গং এর মত লোকের কারণে না। ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১৮ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.