আমাদের কথা খুঁজে নিন

   

বি,এস,এফ ও ভারত সরকারের যাদুর চশমা

মানুষ আমি আমার কেন পাখির মত মন....

বি,এস,এফ নিয়োমিত সিমান্তে মানুষ মেরে চলেছে। সাধারনত গরীব কৃষকেরা বা তাদের সন্তানেরাই বেশী মারা পড়ে। জমি চাষ করতে যেয়ে বা গাছ কাটতে যেয়ে তারা মারা পরে। মাঝে মাঝে কিছু ব্যবসায়ী (ছোটখাট চোরাকারবারী) মারা পড়ে। বি,এস,এফ-এর ভাষায় এরা কেউ জংগী, কেউ চোরাকারবারী আবার কেউবা সন্ত্রাসী। কিন্তু আমাদের দেশে ভারতীয় সীমান্ত দিয়ে প্রচুর ফেনসিডিল ও ভারতীয় মদ আসে। বি,এস,এফ কেন যেন সেগুলো দেখে না। এ পর্যন্ত একবারও শুনলাম না যে কোন ফেনসিডিল ব্যবসায়ী বি,এস,এফ-এর হাতে মারা গেছে বা নিদেন পক্ষে ধরা পড়েছে, কিভাবে যেন তারে কাটাতারের বেড়া পারহয়ে চলে আসে। আমার মনে হয় ভারত সরকার বি,এস,এফ-এর সদস্যদেরকে একটি বিশেষ চশমা প্রদান করে যেটি দিয়ে কারো হাতে ফেনসিডিল থাকলে তাকে দেখা যায় না।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.