আমাদের কথা খুঁজে নিন

   

পরমতসহিষ্ণুতা হয়ত জরুরী - বিশেষত তা যদি হয় প্রিয় মানুষের - এমনকি মতটা যদি না মানার মত হয় তবুও...

শাহাবাগের আন্দোলন চলছে পূর্ণ উদ্যমে। কিছু সফলতাও এসেছে। বাকি দাবিগুলোও কিছুদিনের ভিতর পূরন হবে বলে বিশ্বাস। এর মধ্যে চলছে জামাতের চরম মিথ্যাচার - বানানো গল্প। বানানোর মাত্রাটা বায়তুল্লাহর খতিবদের নিয়ে মিথ্যা গল্প প্রকাশ পর্যন্ত চলে গেছে।

এগুলো মেনে নেয়া কঠিন। অন্যদিকে আজকে কিছু মানুষের আপডেট পড়ছিলাম - যারা খুব বড় গলায় নিজের বহুদিনের পুরোনো বন্ধুকেও ছেড়ে দিচ্ছেন এই শাহাবাগের আন্দোলনে সামিল না হবার অপরাধে। বন্ধুর অপরাধ - তিনি দেশের আরও অনেক সমস্যা নিয়ে বিচলিত - সেগুলো নিয়ে তিনি একই রকম বা ক্ষেত্রবিশেষে একটু বেশী উদ্বিগ্ন। কিছু কিছু ক্ষেত্রে তারা হয়তো জামাতের অপপ্রচারে প্রভাবিত। বাংলাদেশে ফেসবুক ইউজার মাত্র বত্রিশ লাখ।

তার থেকে অনেক বেশী ভোটার জামাতকে অথবা বি.এন.পিকে ভোট দেন নিয়মিত। আমি নিশ্চিত এদের সবাই যুদ্ধাপরাধী নয় বা যুদ্ধ্বাপরাধকে সমর্থনও করেন না। এরা অনেকে নিতান্তই সাধারন ধর্মপ্রাণ অথবা শান্তিপ্রিয় মানুষ। এই সংখাটা কিন্তু অনেক। এক অর্থে ফেসবুকের বাইরের সাধারন মানুষকে অবহেলা করাটা বি.এন.পির শাহাবাগকে অবহেলা করার মতই হতে পারে।

আমরা সাধারন মানুষ ছাপা অক্ষরে লেখা বিশ্বাস করে অভ্যস্ত। টেলিভিশনের কথা ফেলে দিতে পারি না। ধর্মের ব্যাপারে স্পর্শকাতর। কাজেই অপপ্রচার আমাদের প্রভাবিত করে দারুনভাবে। আর কিছু হোক না হোক আমারা নিজেদের ইসলাম বিরোধী কাজে জরাতে চাই না।

এটা আমাদের সাদাসিধে অথবা বোকা আচরণ যাই বলেন না - আমরা অনেকেই এমন। এই অবস্থায় আমরা যদি আমাদের প্রিয় মানুষগুলোর সাথে সময় না দিয়ে তাদের সংশয় দূর না করে - যদি তাদের বয়কট করতে থাকি - তা কি ঠিক হবে? আমাদের কি উচিত না একটু সহনশীল হয়ে তাদের সময় দিয়ে তাদের সাথে নিয়ে এগিয়ে যাওয়া। সময়টা যদি আমরা না দেই - তাদের উপর সময় জামাত দিবে এবং তার ফল ভাল নাও হতে পারে। আমরা আমাদের প্রিয় মানুষগুলোকে হারাবো। শাহাবাগের আন্দোলন শেষ হবে একদিন - আমাদের দাবি পূরণ হবে।

কিন্তু সেই দাবি পূরণের পর আমরা যেন আমাদের প্রিয় মানুষগুলোকে না হারাই। এই বন্ধু, এই বাবা মা, এই ভাইবোন এরা আমাদের সাথে এতদিন ছিলেন, এদের সাথেই আমাদের চিন্তা চেতনা সমৃদ্ধ হয়েছে - আজকে মতের পার্থক্য হওয়ায় তাদের উপেক্ষা করা ঠিক হবে না। একটু সময় দিয়ে সাথে থেকে সাথে নিতে পারলেই ভালো। বি:দ্র: - আমি ধরে নিয়েছি আমাদের এই কাছের মানুষগুলো খুনি, মিথ্যাচারী, জংগী বা সন্ত্রাসী নয়। ।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।