আমাদের কথা খুঁজে নিন

   

বিদায়ী ভারতীয় হাই কমিশনার পিনাক রন্জন চক্রবর্তীর সাক্ষাৎকার- (কাল্পনীক)রিপোস্ট

আশা নাই তাই মশারির ভেতর মশা ও নাই।

চলতি মাসের ২০ তারিখ ভারতীয় হাই কমিশনার পিনাক রন্জন চক্রবর্তী ঢাকা ছেড়ে যান। তার সৌভাগ্য এবং দুর্ভাগ্য বাংলাদেশের তিনি তাড়া খেয়ে যান নি। স্বাধারণ ভাবেই গেছেন। বাংলাদেশ ছাড়ার আগে তিনি সামু কে সাক্ষাৎকার দেবেন না এটা ত মেনে নেয়া যায় না তাই ভারতীয় হাই কমিশনার পিনাক রন্জন চক্রবর্তীর সাক্ষাৎকার নিয়ে আমাদের আজকের আয়োজন।

প্রশ্নকর্তা- কেমন আছেন? পিনাক- ভাল আচি আগ্যে আপনি কে? প্রশ্নকর্তা- আমি এদেশেরই একজন টাউট। আপনাকে দু একটি প্রশ্ন করতে পারি? পিনাক-দেকুন আমি ইন্ডিয়ান হাইকমিশনার। ঈদানিং ভাব সাবের উপর দিয়ে আমরা চলি। ভাব সাব নিয়ে কথা বলি। সবার সাথে কথাও বলি না।

এই ধরেন হঠাৎ জাতে উঠলে যেমনটি হয় আর কি। তাই কথা বললে মাঝে মদ্ধে একটু বেশি বলে ফেলি। বুজতেই ত পারচেন। হঠাৎ জাতে ওঠা। তাই বেশি প্রশ্ন নয়।

প্রশ্নকর্তা- কেমন লাগছে নিজের দেশে ফিরে যাচ্ছেনপিনাক-আগ্যে কি বললেন? প্রশ্নকর্তা- জ্বি আগে পিছে ত জানিনা জানতে চাইলাম কেমন লাগছে নিজের দেশে ফিরে যাচ্ছেন? পিনাক- আপনি ত মশায় মনে হচ্চে ওদের লোক। দেশে ফিরে যাচ্চি মানে?পর করতে চাইলেই কি আর পর করতে পারবেন দাদা? এ দেশ ত এখন আমার দেশ। মানে এদেশের মানুষ, এদেশের বাতাস, এদেশের পানি, এদেশের সরকার, এদেশের জানবাহন, এদেশের পেঁয়াজ, এদেশের মাছ ঈত্যাদী ঈত্যাদী সবখানেই আপনারা আমাদের গন্ধ পাবেন। তাই বলচি। আমি ত আমার দেশেই ছিলাম।

প্রশ্নকর্তা- নির্মম সত্য। অস্বিকার করছি না। এদেশের স্বাধীনতায় আপনাদের যে নি:সার্থ অবদান তার জন্য আপনাকে ধন্যবাদ দিয়ে ছোট করব না। বাংলাদেশের সম্ভাবনা নিয়ে কিছু বলবেন? পিনাক- দেখুন দাদা ছোট বড় ঐ সব বলবেন না। বড় হয়ে কে কি পেয়েছে? আমি ছোটলোকই।

তা ছাড়া নি:স্বার্থ কাজ ভারত করে না। পাকিস্তান কে টুকরা করার এর চেয়ে ভালো সুযোগ আর পাওয়া যেত না। চিন্তা করতে পারেন? একটি ভুখন্ড যার চারিদিকে ভারত থাকবে আর সে সেখানে ব্যবসা করতে পারবে না এটাকি মেনে নেয়া যায় তা ছাড়া ত্যদর পাকিস্তানকে শিক্ষা দেয়ার একটা ব্যপার ছিল। শুধু দু:খ শেখ সাহেব কে ঠিক মত কন্ট্রল করা গেল না। মুক্তি পেয়েই চিৎকার শুরু করলেন ভারতিয় আর্মি সরাও, ভারতিয় আর্মি সরাও।

তবে উনার মেয়েটা লক্ষি হয়েছে। দেখেন না কেমন ডেকে ডেকে আনছে। প্রশ্নকর্তা- বাংলাদেশের সম্ভাবনা নিয়ে কিছু বলবেন?পিনাক- অনেক সম্ভাবনাময় দেশ। মিলে মিশে চললে একদিন হয়ত দেখা যাবে ভারতে যেতে আপনাদের কোনও ভিসা লাগচে না। ভাবুন ত একবার, কিন্তু দাদা আপনাদের যে ভারত ফোবিয়া আচে সেটা দুর করতে হবেক্ষন।

প্রশ্নকর্তা-ওটা ত বেশি ছড়াচ্ছে বিরোধী তে যারা আছেন তারা। তাদের সম্পর্কে কিছু বলবেন? আপনারা নিশ্চয়ই তাদের উপর খুবই বিরক্ত। পিনাক-কি যে বনেল না। ওরা ত আমাদের আরও কাছের লোক। আপনি কি মনে করেন ভারত কে অখুশি করে কেউ এ রাজ্যে মানে এ রাস্ট্রে ভালো থাকবে? থাকতে দেয়া হবে? এ সবই ত একটা খেলা দাদা, একটু মাথাটা খাটান না ধরতে পারবেন।

প্রশ্নকর্তা-প্রতিবেশী রাস্ট্রগুলোর প্রতি আপনাদের মনোভাব এমন কেন? পিনাক-এটা ভারত সরকারের বরাবরের নিতি। দেখুন না ভুটান, মালদ্বীপ, নেপাল, ওরা কত ভদ্র প্রভুভক্ত। ত্যাদর পাকিস্তানের অবস্থা কি করা হয়েছে তা ত দেখতেই পাচ্চেন। বাংলাদেশ এখনও অবুঝ প্রভু চেনে না। বোঝানো হচ্চে।

বুঝে যাবে আশা করি। প্রশ্নকর্তা- এইখানেই দাদা একট ভুল করলেন। করলেন কি, করলা। হুনো অবুঝ কইও না। তোমাগো ট্যাংরামি আমরা ৭১এর আগে থাইকাই বুঝতে পারতাছি... পিনাক- এভাবে কথা বলছেন কেন? প্রশ্নকর্তা-চুমা তুমারে অনেক দিছি।

এই টাউট বাংগালী যদি পাকিস্তান রে খেদাইবার পারে তাইলে তুমাগোও প্যাদাইতে পারব। পিনাক- আমি আর ইন্টারভিউ দিতে চাচ্চি না। প্রশ্নকর্তা- তর ইন্টারভিউ এর মায়েরে বাপ। পিনাক-আরে এ দেখি পাগল!!!!!! প্রশ্নকর্তা-এইবার লাইনে আসছ। আসলেই পাগল।

মনে রাইখ খালি, আমরা বাংলাদেশের টাউট রা কিন্তু পাগলই। আর পাগলের ভরসা নাই। তাদের পোষও মানানো যায়না। অতএব স্বপ্ন কমাও আর হুনো পদ্মা মেঘনা যমুনা, এই বাংলাদেশের ঠীকানা। আহ্‌ শান্তি পাইলাম।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.