আমাদের কথা খুঁজে নিন

   

উটকো লোক



উটকো লোক _____________ ওর সব গতিবিধি লক্ষ্য রাখো ... চোখে চোখে রাখো ওই ঝানু দুষ্কৃতীকে! বাংলাভাষার যত দগ্ধ ও বিদগ্ধ অভিভাবক সঙ্ঘবদ্ধ হও বন্ধুগন। নইলে ওই একটা উটকো লোক শিং ভেঙ্গে ঢুকে যাবে আমাদের সাধের বাগানে আমরা যারা ইয়ে, ... মানে ... লেখালেখি করি পাবএ যাই ... বারে যাই ... সপ্তাহান্তে ঈশ্বর বা বিপ্লব নিয়ে ইয়ে করি, আমরা যারা তিরিশের আশেপাশে নবীন বাছুর বাক্যবন্ধে আধো আধো কোমরবন্ধে বাধো বাধো আমরা যারা বাংলাভাষার সন্দেশ চমচম ন্যুইয়র্ক দমদম ... আমরা যারা উত্তরআধুনিক শুধু উত্তরই বা কেন উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম ঊর্ধ এমনকি অধঃপাতেও সর্বনাশা আধুনিক যারা কপিরাইট করে নিয়েছি বর্ণমালা অনুপরমানু থেকে জাত অভিধানের সমস্ত শব্দ আমরা উদগ্রীব সতর্কভাবে লোকটার মাথা মাটিতে ফেলে নিপুনভাবে পিষবো। আর অবাক হয়ে দেখব, সেই অবিমৃষ্যকারী ক্রমশ এক সমুদ্র শব্দে ডুবে আত্মহত্যা করতে করতে যত এগিয়ে যাচ্ছে পশ্চিমে ... ততই তার মাথার ছায়া ক্রমশ লম্বা হয়ে ছুঁয়ে ফেলছে পূর্ব দিগন্ত আমাদের বোকাবোকা ক্লান্তিকর মৃগয়া সেখানে পৌঁছোচ্ছে না, কিছুতেই না ...

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।