আমাদের কথা খুঁজে নিন

   

বাঙালির ২১ ফেব্রুয়ারি আর জুম্মসহ পাহাড়ীদের ১৯ ফেব্রুয়ারি । বাঙালির সালাম রফিক শফিক জব্বার আর জুম্মদের বুদ্ধপুদী চাকমা এবং লক্ষী বিজয় চাকমা ... তফাৎ কি ?

একজন তরুন.. ১৯ ফেব্রুয়ারী,আজ সেই দিন যেদিন রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার গঙ্গারামমুখ এলাকায় সেনাবাহিনীর হিংস্র থাবা কেড়ে নিয়েছিল পাহাড়িদের সুখের দিনগুলো। এই দিনটিতে অত্র এলাকায় শহীদ হন দুজন জুম্ম আদিবাসী। শহীদ বুদ্ধপুদী চাকমা ও লক্ষী বিজয় চাকমার প্রতি জানাচ্ছি আমার বিনম্র শ্রদ্ধা। দীর্ঘ সেনাশাসনে পীষ্ট পাহাড়ীদের জীবনে কবে কঙ্ক্ষিত সুখ আসবে জানি না, আর কত রক্ত পেলে সেই হায়েনার দল আমাদের স্বপ্নে দূঃস্বপ্ন হয়ে আসবে না তাও জানি না, শুধু জানি এভাবে আমাদের উপর যুগ যুগ শোষণ চলতে পারে না। এর অবসান হবে একদিন, হতেই হবে আজ না হয় কাল।

পার্বত্য চুক্তিতে পাহাড় থেকে অস্থায়ী সেনা ক্যাম্প প্রত্যাহারের কথা থাকলেও আজো চুক্তির সেই সেই শর্ত ও আশ্বাস পূরণ হয় নি, উপরন্তু একের পর এক অজুহাতে সেখানে চলছে সেনা ক্যাম্প সম্প্রসারণ। আমি বাঙালি ; জুম্ম নই । কিন্তু আমি স্পষ্ট দেখতে পাচ্ছি আজ যা বাঙলাদেশ সরকার চাপিয়ে দিচ্ছে জুম্মসহ পাহাড়ীদের উপর , ১৯৫২ , ৬৯ সালে পাকিস্থানিরা তা আমাদের উপর চাপিয়ে দিয়েছিল । আজ জুম্ম জাতি সুস্প্ট করেই বলছে ‘চিরন্জিব হোক জুম্ম জাতি’ । এতো জাতির সংকটময় মুহুর্তের স্লোগান ! আমারা ২১ তারিখে ফুল দেব শহীদ মিনারে; কি শিক্ষা পেলাম আমারা ঐ ধবধবে শাদা শহীদ মিনারের কাছ থেকে ? অপর জাতির সংস্কৃতি, বিশ্বাস , আচার ভাষাসহ ঐতিহ্যকে ধ্বংস করতে হবে ? নাকি শহীদ বেদী শেখায় স্বাধনী ও সার্বভৌমত্ব রক্ষা করে বিভিন্ন জাতি ভাষার মানুষকে একত্রিত করতে ।

আজ আমরা যারা বাঙালি তাদেরও একটু ভাবা উচিৎ ঐ পাহাড়ী ভাই বোনদের জীবন সম্পর্কে । নইলে ইতিহাস আমাদেরও ক্ষমা করবে না । ইতিহাস ক্ষমা করে নি কাদের মোল্লা, সাঈদি, গোলাম আযমকে। ইতিহাস বড় নিমর্ম । পরিশেষে........................ জুম্ম জাতি শোষণ-আগ্রাসন থেকে মুক্তি লাভ করুক।

পাহাড়ে শান্তি নেমে আসুক অন্যায়ের বুকে সত্যের শেল বিধে। জুম্ম জাতি চিরজীবী হোক। ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১১ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.