আমাদের কথা খুঁজে নিন

   

এই পাপের দায় ভার কে নেবে।



আমদের অনেক নৈতিক অধপতন হয়েছে। কিন্তু এতটা অধপতন হয় নি যে,মিথ্যা বলাকে আমরা মহা পুন্যের ভাবছি। পুরো বাঙ্গালি জাতিকে মিথ্যুক বানিয়ে চেড়েছে বর্তমান সরকার। এই মিথ্যাচার করছি আমরা সময় নিয়ে। রাত ১২টা বাজলে আমরা বলছি রাত ১টা।

এটাকে জগণ্য মিথ্যা ছাড়া আর কি বা বলা যায়। এই নি্যে সরকার কিছু মোলভি ছাড়া আর কারো সাথে আলোচনা করেছে বলে আমার জানা নেই। অতচ তারা ধর্ম নিরপেক্ষতার অনুসারি। অত্যন্ত তাড়াহুড়ো করে এই অজনপ্রিয় কাজটি করেছে বর্তমান সারকার। জানিনা কিসের দায় তারা শোধ করছে সময়কে এক ঘন্টা এগিয়ে দিয়ে।

যে অযুহাত দেকিয়ে সরকার এই কাজটি করেছে তা ইতিমধ্যে সটিক বলে প্রমাণিত হয়নি। উপরন্তু অনেকের জীবনে এটি ভোগান্তির কারন হয়ে দাড়িয়েছে। এখনও মিথ্যা বলা মহা পাপই আছে । অবশ্য সরকার যদি মিথ্যা সাথে যেপাপের ও আপকর্মের নিবিড় সম্পর্ক আছে তা অস্বিকার করলে আমার বলার কিছুই নেই। আশা করছি সরকারের দ্রত বোধদয় ঘটবে এই ব্যপারে এবং সময়কে সময়ের মতই চলতে দিবে।

সাধরনত কোন ভুল কাজ করে তার দায়িত্ব আমরা এখনো নিতে শিখিনি। যারা দিন বদলের কথা বলে ক্ষমতায় এসেছে তা তারা শিখে নেবে তাহাই সবাই চাই। সরকার ঋতু ভিত্তিক অফিসের সিডিউল নির্ধারন করে দিলেই ভাল করতো।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।