আমাদের কথা খুঁজে নিন

   

সামইনকে শুভেচ্ছা এবং আমার কিছু "মুক্তিযুদ্ধভিত্তিক লেখা"



ব্লগে একটা সময় মুক্তিযুদ্ধ নিয়ে প্রচুর লেখা হতো। এখনও যে হয় না তাও কিন্ত না। তবে তথ্যের ঘাটতি অনেকটাই চোখে পড়ে। অমি রহমান পিয়াল ভাইয়ের নিয়মিত তথ্যবহুল পোষ্ট আমাকে নাড়া দিতো। আইরিন আপুর মুক্তিযুদ্ধভিত্তিক পোষ্টও ছিল তথ্যবহুল।

আমি নিজেও মুক্তিযুদ্ধের পোষ্ট দিতাম। পড়াশুনা করতাম মুক্তিযুদ্ধ নিয়ে। নিজেকে মুক্তিযুদ্ধবিষয়ক গবেষণায়ও নিয়জিত করার ইচ্ছে আছে বহু দিনের। বেঁচে থাকলে হয়তো একদিন কাজটা করেও ফেলবো। কারণ আমি মুক্তিযুদ্ধের ইতিহাস জানতে চাই এবং জানাতে চাই।

আমার মুক্তিযুদ্ধ নিয়ে কিছু পোষ্ট আছে। তার মধ্যে একটি পোষ্ট অত্যন্ত জনপ্রিয়তা পেয়েছে। শামীমা বিনতে রহমানের লেখা "বীভৎস যৌন নির্যাতন, কিন্তু এড়িয়ে গেছেন সবাই " আমি টাইপ করে দিয়েছিলাম। যেই পোষ্টেও এখনও আমি মন্তব্য পাই। যেটা আমাকে অবাক করে।

অবাক করে এই জন্য যে, ব্লগে একটি অপরিচিত ব্লগার হলেও মানুষ ঠিকই ভালো এবং তথ্যবহুল লেখাটির সন্ধান করে নেয়। সে জন্য নিজেকে সান্তনা দিতে পারি এই বলে যে, অন্তত ভালো কিছু করতে পারলাম। একটা সময় রাজাকার নিয়ে ব্লগের সবাই সোচ্চার ছিল। ধীরে ধীরে তা যেন নইয়ে পড়েছে। রাজাকারদের বিচারের দাবি আমি ভেবেছিলাম ব্লগাররা অত্যন্ত জোরালো করে এগিয়ে নেবে।

কিন্তু চোখের সামনে দেখলাম সেই উদ্যোগকে দূর্বল হয়ে যেতে। যদি বর্তমান অবস্থাটা আমার জানা নেই। আরেকটি দাবি আমি অনেক আগেই করেছিলাম, তা হলো, বাংলা ব্লগগুলো একত্র হয়ে জনসচেতনতামূলক কিংবা দেশের গুরুত্বপূর্ণ ইস্যূগুলো নিয়ে কাজ করা। সামইন আমার দৃষ্টিতে বর্তমানে বাংলাদেশের সেরা ব্লগ। সেখান থেকে উদ্যোগ আসা উচিত।

কিন্তু ব্লগের কিছু ব্লগার অন্য ব্লগ সাইটগুলোর বিরুদ্ধে যেভাবে কূৎসা রটনায় লেগে থাকে তাদের বিরুদ্ধে সামইনের কোন উদ্যোগে চোখে পড়ে না। মনে হয়, দেশের মতো ব্লগ সাইটাগুলোও বিভক্ত হয়ে রয়েছে। আর কিছু চাটুকারদের মতো কিছু ব্লগার তৈলবাজি করে সামইন কর্তৃপক্ষকে উৎসাহ দিচ্ছে। কিন্তু বিষয় হলো, ব্লগগুলো যদি ঐক্যে পৌছাতে পারতো তবে অনেক কঠিন কাজকে সহজে সম্ভবে রুপান্তরিত করা যেত। কিন্তু তা হয়ে উঠে না।

অথচ সবাই কিন্তু পরিবর্তনের কথা বলেন। সবাই সচেতনতার কথা বলে পোষ্টও দেন। আসলে পরিবর্তনটা আমরা কেউই করিনি। সামইনকে জন্মদিনে শুভেচ্ছা জানানো হয়নি। আমি সামইনকে বলতে চাই, আমাকে ব্লগ অনেক কিছুই দিয়েছে।

নিজের লেখার মানকে উন্নত করার সুযোগ দিয়েছে। ব্লগারদের সরাসরি মন্তব্যে নিজের লেখার অবস্থান জানতে পারি। নিজের দর্পণ হিসেবে পেয়েছি ব্লগকে। আর লিখতে লিখতে হঠাৎ দেখলাম, প্রথমআলো ব্লগে একটি গল্প লিখে পেয়ে গেলাম বিশেষ পুরুষ্কার আবার ছেপেও গেলো প্রথমআলো সাহিত্য পাতায়। এসবাই কাকতালিয় নয়।

হয়েছে। সত্যি সত্যি আমার জীবনে ঘটেছে। সামইনকে ধন্যবাদ। এবং জন্মদিনের শুভেচ্ছা। সেই সাথে বিজয় দিবসের শুভেচ্ছা।

------------------------------------------------ সাথে এই বিজয়ের দিনে আমার মুক্তিযুদ্ধভিত্তিক কিছু লেখা শেয়ার করলাম। ১. বীভৎস যৌন নির্যাতন, কিন্তু এড়িয়ে গেছেন সবাই ২. ৭১ - এর সাহসী "মা" ৩. কিশোরটি যে কারণে খুন করেছিল কুখ্যাত গভর্নর মোনায়েম খানকে ৪. যুদ্ধশিশুদের আমরা দেশ থেকে নির্বাসন দিয়েছি; ইতিহাস থেকে নয়! ৫. গণধর্ষণ যুদ্ধাপরাধ, তবুও আজ অবধী বিচার নেই ৬. একাত্তরের শব্দসৈনিকদের স্বীকৃতি দেয়া হোক।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।