আমাদের কথা খুঁজে নিন

   

সাভারে ভবনধস: ফ্যান্টমের মালিক ১১ দিনের রিমান্ডে

সাভারের রানা প্লাজায় অবস্থিত পোশাক কারখানা ফ্যান্টম অ্যাপারেলস লিমিটেড ও ফ্যান্টম ট্যাক লিমিটেডের চেয়ারম্যান আমিনুল ইসলামকে (৫০) দুই মামলায় ১১ দিনের রিমান্ডে নেওয়ার আদেশ দিয়েছেন আদালত।
আজ রোববার আমিনুল ইসলামকে আদালতে হাজির করে ইমারত নির্মাণ আইনে ও অবহেলাজনিত কারণে মৃত্যু ঘটানোর দায়ে করা মামলায় সাত দিন করে মোট ১৪ দিন রিমান্ডে নেওয়ার আবেদন করে পুলিশ। পরে বিচারিক হাকিম ওয়াসিম শেখ ইমারত নির্মাণ আইনে দায়ের করা মামলায় পাঁচ দিন এবং অবহেলাজনিত কারণে মৃত্যু ঘটানোর দায়ে করা মামলায় ছয় দিন, মোট ১১ দিন রিমান্ডে নেওয়ার এই আদেশ দেন। এ সময় আমিনুলের জামিনের আবেদন করা হলে আদালত তা নাকচ করে দেন।
গতকাল শনিবার রাতে বিজিএমইএ ভবনের সামনে থেকে আমিনুল ইসলামকে গ্রেপ্তার করে পুলিশ।
এর আগে গত শুক্রবার রাতে নিউ ওয়েভ বটম লিমিটেডের চেয়ারম্যান বজলুস সামাদ আদনান ও পরিচালক মাহমুদুর রহমান তাপসকে গ্রেপ্তারের পরে রিমান্ডে নেয় পুলিশ।

সোর্স: http://www.prothom-alo.com     দেখা হয়েছে ১২ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।