আমাদের কথা খুঁজে নিন

   

ডিলিট না হতে চাওয়া ফাইল বা রিমুভ না হতে চাওয়া পেনড্রাইভ কে ডিলিট বা রিমুভ করুন অতি সহজে

আসলামুয়ালাইকুম আশা করি সবাই আল্লাহর  রহমতে ভাল আছেন । আমিও আছি ভালই । সামনে ভর্তি পরীক্ষা থাকাই ইচ্ছা থাকলেও টিউন করাটা কষ্টকর হয়ে যাচ্ছে । যাই হক এবার কাজের কথাতে আসি
আমরা প্রাই বা মাঝেমধ্যে কোন ফাইল ডিলিট করতে যেয়ে বেশ ঝামেলাই পড়ি । নানা রকম মেসেজ শো করে এবং ফাইল ডিলিট হতে চাই না ।

এই রকম কিছু মেসেজ আমরা ফাইল ডিলিট করতে যেয়ে প্রাই তা হল
*Cannot delete file: Access is denied
*There has been a sharing violation.
*The source or destination file may be in use.
*The file is in use by another program or user.
*Make sure the disk is not full or write-protected and that the file is not currently in use
কিন্তু ফাইলটি ডিলিট করাটা যদি প্রয়োজনীয় হএ থাকে , তখন না হলে নিশ্চয় মেজাজ খারাপ হয়ে যাই । তো এই সমস্যার সমাধান হইল একটি সফটওয়্যার । সফটওয়্যার টির নাম হল আনলকার ।
সফটওয়্যার টি এখান থেকে ডাউনলোড করুন এবং ইন্সটল করুন
এখন যে ফোল্ডার টি ডিলিট করবেন বা পেনড্রাইভ টি রিমুভ তার রাইট সাইডে ক্লিক করে আনলকার সিলেক্ট করুন ।
তারপর ফাইল টির বা সকল প্রসেস গুলো দেখাবে , এবার আনলক অল এ ক্লিক করুন ।

কাজ শেষ ।
এবার ফাইল টি ডিলিট করুন । ধন্যবাদ ।
http://www.techcd.tk

সোর্স: http://www.techtunes.com.bd/     দেখা হয়েছে ১২ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.