আমাদের কথা খুঁজে নিন

   

ইডেন কলেজে বুদ্ধিজীবি দিবসে একাডেমিক কার্যক্রমের প্রতিবাদে ছাত্রফ্রন্ট

সভ্যাতা মানুষের তৈরি ,মানুষ সংগ্রামের পথ ধরে বেয়ে চলা সৈনিক । তাই মানুষের জয় অনিবার্য

১৪ ডিসেম্বর বুদ্ধিজীবি দিবসে ঢাকার ইডেন কলেজে একাডেমিক কার্যক্রম চালু রাখার সিদ্ধান্তের বিরোধীতা জানিয়েছে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট। ১৯৭১ সালের এই দিনে বাংলাদেশের সাংস্কৃতিক অঙ্গনের মেধাবী ব্যক্তি, সাহিত্যিক, শিক্ষক, সাংবাদিকসহ অসংখ্য বুদ্ধিজীবিকে পরিকল্পনামাফিক ধরে নিয়ে গিয়ে হত্যা করে পাকিস্তানীরা। এই দিনটির স্মরণে বাংলাদেশের শিক্ষা-প্রতিষ্ঠানগুলোতে একাডেমিক কার্যক্রম বন্ধ রাখা হয়। খবরে প্রকাশ, এবার শহীদ বুদ্ধিজীবি দিবসে একাডেমিক কার্যক্রম চালু রাখাসহ ৪র্থ বর্ষের নির্বাচনী পরীক্ষার তারিখ ঘোষণা করেছে ইডেন কলেজ কর্তৃপক্ষ। এ-সিদ্ধান্তের বিরোধীতা করে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট ইডেন কলেজ শাখা কলেজ অধ্যক্ষের সাথে দেখা করলে বিষয়টি বিবেচনার আশ্বাস দেয়া হয়েছিলো। কিন্তু সর্বশেষ খবরে প্রকাশ এখন পর্যন্ত বুদ্ধিজীবি দিবসে পরীক্ষা বন্ধ বা কলেজ বন্ধ রাখা সম্পর্কিত কোন নোটিশ দেয়া হয় নি। কর্তৃপক্ষীয় নির্লিপ্ততার প্রতিবাদে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট ইডেন কলেজ শাখা শনিবার ইডেন কলেজ ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে। সমাবেশে বক্তব্য রাখেন ইডেন কলেজ শাখার সাধারণ সম্পাদক রুখশানা আফরোজ আশা, তাপসী রাবেয়া আঁখি, সংগীতা বাড়ৈ, আফসানা সুমী, তানিয়া আলম প্রমুখ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.