আমাদের কথা খুঁজে নিন

   

শহীদ বুদ্ধিজীবীদের তালিকা

একমুখাপেক্ষি না হয়ে যা কিছু ভাল তা গ্রহন করা উচিৎ...

শহীদ বুদ্ধিজীবিদের তালিকা খুঁজছিলাম। পেয়েও গেলাম। তাই শেয়ার করতে ইচ্ছে হল. . . লেখকের পরিচিতি পুরো নামঃ খান মুহাম্মদ ক্যাডেট নামঃ মুহাম্মদ ক্যাডেট নম্বরঃ ২০১৭ ব্যাচঃ ৩৭ কলেজঃ মির্জাপুর ক্যাডেট কলেজ অবস্থান সময়কালঃ ৯৯-০৫ বর্তমানে যা করছেনঃ বেকার ------------------------------------------------------------------ ------------------------------------------------------------------ শহীদ বুদ্ধিজীবীদের তালিকা ঢাকা বিশ্ববিদ্যালয় 1. এ এন এম মুনীর চৌধুরী 2. ডঃ জি সি দেব 3. মোফাজ্জল হায়দার চৌধুরী 4. আনোয়ার পাশা 5. ডঃ জ্যোতির্ময় গুহঠাকুরতা 6. আবদুল মুকতাদির 7. এস এম রাশীদুল হাসান 8. ডঃ এন এম ফয়জুল মাহী 9. ফজলুর রহমান খান 10. এ এন এম মুনীরুজ্জামান 11. ডঃ সিরাজুল হক খান 12. ডঃ শাহাদাত আলী 13. ডঃ এম এ খায়ের 14. এ আর খান খাদিম 15. মোঃ সাদিক 16. শরাফত আলী 17. গিয়াসউদ্দীন আহমদ 18. আনন্দ পয়ান ভট্টাচার্য রাজশাহী বিশ্ববিদ্যালয় 1. অধ্যাপক কাইয়ুম 2. হাবীবুর রহমান 3. শ্রী সুখরঞ্জন সমাদ্দার 4. ডঃ আবুল কালাম আজাদ সাবেক গণপরিষদ সদস্য 1. মসিউর রহমান 2. আমজাদ হোসেন 3. আমিনুদ্দীন 4. নজমুল হক সরকার 5. আবদুল হক 6. ডাঃ জিকরুল হক 7. সৈয়দ আনোয়ার আলী 8. এ কে সরদার সাংবাদিক 1. সিরাজুদ্দীন হোসেন 2. শহীদুল্লাহ কায়সার 3. খোন্দকার আবু তালেব 4. নিজামুদ্দীন আহমদ 5. আ ন ম গোলাম মোস্তফা 6. শহীদ সাবের 7. শেখ আবদুল মান্নান (লাডু) 8. নজমুল হক 9. এম আখতার 10. আবুল বাসার 11. চিশতী হেলালুর রহমান 12. শিবসদন চক্রবর্তী 13. সেলিনা আখতার চিকিৎসাবিদ 1. মোহাম্মদ ফজলে রাব্বী 2. আবদুল আলীম চৌধুরী 3. সামসুদ্দীন আহমদ 4. আজহারুল হক 5. হুমায়ুন কবীর 6. সোলায়মান খান 7. কায়সার উদ্দীন 8. মনসুর আলী 9. গোলাম মর্তুজা 10. হাফেজ উদ্দীন খান 11. জাহাঙ্গীর 12. আবদুল জব্বার 13. এস কে লাল 14. হেমচন্দ্র বসাক 15. কাজী ওবায়দুল হক 16. মিসেস আয়েশা বেদৌরা চৌধুরী 17. আলহাজ্জ্ব মমতাজ উদ্দীন 18. হাসিময় হাজরা 19. নরেন ঘোষ 20. জিকরুল হক 21. সামসুল হক 22. এস রহমান 23. এ গফুর 24. মনসুর আলী 25. এস কে সেন 26. মফিজ উদ্দীন 27. অমূল্য কুমার চক্রবর্তী 28. আতিকুর রহমান 29. গোলাম সরওয়ার 30. আর সি দাশ 31. মিহির কুমার সেন 32. সালেহ আহমদ 33. অনীল কুমার সিংহ 34. সুশীল চন্দ্র শর্মা 35. এ কে এম গোলাম মোস্তফা 36. মকবুল আহমদ 37. এনামুল হক 38. মনসুর (কানু) 39. আশরাফ আলী তালুকদার 40. লেঃ জিয়ায়ুর রহমান 41. লেঃ কঃ জাহাঙ্গীর 42. বদিউল আলম 43. লেঃ কঃ হাই 44. মেজর রেজাউর রহমান 45. মেজর নাজমুল ইসলাম 46. আসাদুল হক 47. নাজির উদ্দীন 48. লেঃ নূরুল ইসলাম 49. কাজল ভদ্র 50. মনসুর উদ্দীন অন্যান্য 1. জহির রায়হান (সাহিত্যিক) 2. পূর্ণেন্দু দস্তিদার (সাহিত্যিক) 3. ফেরদৌস দৌলা (সাহিত্যিক) 4. ইন্দু সাহা (সাহিত্যিক) 5. মেহরুন্নেসা (সাহিত্যিক) 6. আলতাফ মাহমুদ (শিল্পী) 7. দানবীর রণদাপ্রসাদ সাহা 8. ধীরেন্দ্র নাথ দত্ত (রাজনৈতিক নেতা) 9. যোগেশ চন্দ্র ঘোষ (আয়ুর্বেদ শাস্ত্রী) 10. শামসুজ্জামান (চিফ ইঞ্জিনিয়ার) 11. মাহবুব আহমদ (সরকারি কর্মচারী) 12. খুরশীদ আলম (ইঞ্জিনিয়ার) 13. নজরুল ইসলাম (ইঞ্জিনিয়ার) 14. মোজাম্মেল হক চৌধুরী (ইঞ্জিনিয়ার) 15. মহসিন আলী (ইঞ্জিনিয়ার) 16. মুজিবুল হক (সরকারি কর্মচারী) শহীদ শিক্ষাবিদ (বিশ্ববিদ্যালয় ছাড়া) ও আইনজীবীদের জেলাওয়ারী তালিকাঃ ------------------------------------------------------------- শ্রদ্ধেয় এই ক্যাডেট ভাইকে ধন্যবাদ দিয়ে ছোটো করতে চাইনা। তার প্রতি শুধুই লাল সালাম এবং সেইসব শহীদ বুদ্ধিজীবিদের প্রতি রইল গভীর শ্রদ্ধা। ------------------------------------------------------------- বিঃ দ্রঃ লেখাটি ক্যাডেট কলেজ ব্লগ হতে সংগৃহীত।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.