আমাদের কথা খুঁজে নিন

   

আমার বাংলা ব্লগিংয়ের ৬ বছর বা ৭২ মাস অথবা ২১৯২ দিন পূর্তি... সপ্তম বছরে পদার্পণ!

মুভি ক্রিটিক ব্লগ (প্রথম বাংলা মুভি ব্লগ) ★★★★★ © ২০০৭ - ২০১৩ ওয়েবসাইট: www.saifsamir.com এই যা! মনে হচ্ছে এই সেদিন ব্লগিং শুরু করেছি! আজ কিনা লগইন করে দেখছি- ব্লগ লিখেছেন: ৬ বছর ১ দিন! বলে কী! ছয়টা বছর এতো দ্রুত চলে গেল! খুব খারাপ কথা! ২০০৭ সালের ফেব্রুয়ারিতে এই ব্লগটি শুরু করেছিলাম। কীভাবে শুরু করলাম? সে এক ছোট্ট ইতিহাস! অতি সংক্ষেপে বলছি। আমার একটি বই বেরিয়েছিল সে বছরের বই মেলায়, 'টিনএজ কবিতা'। তো বই প্রকাশ উপলক্ষে ঢাকায় গিয়েছি। তখন দৈনিক যায়যায়দিনে লিখছিলাম।

সেই সূত্রে তেজগাঁর লাভ রোডে যাযাদি কার্যালয়ে গেলাম। লেখক মাহবুব মোর্শেদ ভাই তখন ব্রাত্য রাইসু ভাইয়ের সঙ্গে যাযাদির আর্টস ম্যাগটা দেখতেন। লাঞ্চের পরে মাহবুব ভাইয়ের সঙ্গে কথা বলছিলাম। উনি তার ডেস্কের কম্পিউটার স্ক্রিনের দিকে দৃষ্টি আকর্ষণ করে বললেন, "এই সাইটা দেখেছেন? আমি এখানে লিখি। আপনিও লিখতে পারেন।

" উনি আমাকে যে সাইটা সেদিন দেখিয়েছিলেন সেটিই আজকের অতি বিখ্যাত সামহোয়্যারইনব্লগ! অনলাইনে কারা লগ ইন আছে সেটা দেখালেন তিনি। উনার নামটিও দেখলাম। আরও দুএকটা নাম দেখলাম পরিচিত। দুএকটা নাম দেখলাম অদ্ভুতুড়ে! ব্লগের পেজ স্ক্রল ডাউন করে দেখালেন তিনি। উনার ব্লগটিও দেখালেন।

আগ্রহ জাগল। ব্লগার মামো ভাইকে বললাম, 'হুম... দেখি। থ্যাঙ্ক ইউ!' আমার তখন ব্লগস্পটে একটা ব্লগ আছে। সামহোয়্যারইনব্লগটা ২০০৬ সালেই দেখেছিলাম। তখন অতোটা আমলে নেয়নি।

তাছাড়া আমি বাংলা টাইপিং পারি না, তাই বাংলা টাইপিংয়ের ভয়েই হয়তো তখন এখানে আর যোগ দেয়া হয়নি! কিন্তু মামো ভাইয়ের আহ্বানে উৎসাহ বোধ করলাম। তারপর একদিন সাইবার ক্যাফেতে গিয়ে রেজিস্ট্রেশন করে ফেললাম এখানে! তারিখটা সম্ভবত ১৮ ফেব্রুয়ারি, ২০০৭। ব্লগ কাউন্টারের হিসেবে এটাই হওয়ার কথা। আমার ব্লগিংয়ের জন্য সেই সময়টা ছিল ভীষণ অমসৃণ। ক্লাস থ্রি থেকে কম্পিউটার চালিয়ে বড় হলেও আমার তখন নেট সংযোগ দূরের কথা, পার্সোনাল কম্পিউটারই ছিল না! সাইবার ক্যাফেতে ও এক বন্ধুর পিসিতেই কাজ চালাতাম।

তার ওপর বাংলা টাইপিং না পারার যন্ত্রণা তো ছিলই! (ছিল বলছি কি! আমি এখনো পারি না!) এখনকার মতো 'অটোড্রাফট' ছিল না। উল্টো আরও বিভিন্ন সমস্যা ছিল। বাগ সমস্যা বা বিদ্যুৎ বিভ্রাটের (বন্ধুর ইউপিএস ডাউন!) কারণে এক লেখা যে কতবার কষ্ট করে মাউস টিপে টিপে লিখতে হয়েছে ভাবলেই এখনও যন্ত্রণায় মুখ বেঁকে যায়! আর রাক্ষুসে সাইবার ক্যাফের অর্থ যন্ত্রণা তো ছিলই! সত্যি বলতে কি অনেক কষ্ট হয়েছে ব্লগিং করতে! এই তো, মনে হচ্ছে এসব সেদিনের ঘটনা! আজ কিনা ব্লগে আমার ছয় বছর বয়স হয়ে গেল! ভাবতেই অবাক লাগছে! (এই পোস্টটি ব্লগার মাহবুব মোর্শেদকে উৎসর্গ করে ঋণস্বীকার করলাম) ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।