আমাদের কথা খুঁজে নিন

   

ক্ষনিকের সাগর

আমারে তুমি অশেষ করেছো

শীতের পূর্নিমা রাতে আমি বসে আছি বালুর উপর, আমার সামনে সেই দিগন্ত বিস্তৃত সমুদ্র...আকাশ... আমি যতবারই দেখি আমার বুকের ভিতরটা খাখা করে উঠে, যদিও এই সমুদ্রের টানেই ছুটে আসি বার বার... দূর... দূর থেকে ।... গর্জন করে ঢেউ আসছে সাদা ফেনা নিয়ে , চলে যাচ্ছে, আবার আসছে । .......কেন যেন অনেক বেশি শূন্য লাগে এই পরিপূর্ণ জীবনটা কে , মনে হয় আমার হৃদয়ভরা কষ্টগুলো আমি এই বিশাল সাগর কে দিতে এসেছি....সব ঝেড়ে ফেলে শূন্য হৃদয় নিয়ে ফিরে যাব...।.বার বার নিশ্বাস নিয়ে সাগরের গন্ধটাকে একটানে নিজের মধ্যে নিয়ে নিতে ইচ্ছে হয় ...চেয়ে থাকি অবাক হয়ে........ কি ক্ষুদ্র আমি, কি ক্ষুদ্র আমার দুঃখ, কি ক্ষুদ্র আমার আশা ....এই বিশালতার কাছে আমি কত তুচ্ছ । সীমাহীন...প্রান্তহীন সাগর আমার সামনে ...ঠান্ডা বাতাস, সাগরের গর্জন, রাতের নিস্তব্ধতা , কি এক প্রশান্তির আবেশ, মনে হয় সারাটা জীবন যদি এভাবে বসে থাকতে পারতাম ! ,,,,, অপলক চোখে দিগন্তহীন এই সাগরকে আমি দেখেই যাব .... রাত যত গভীর হয়, আমার কাছে সাগর যেন আরো বেশি ভয়ঙ্কর হযে উঠে, জানি না কেন আরো বেশি উত্তাল লাগে, গর্জন গুলো মনটাকে আরো জোরে আঘাত করে ...সাগরের সাথে যখন মিশে যাচ্ছি ঠিক তখনি অসম্ভব জোরে গাড়ির হর্ন....চোখ খুলতেই আমি বসে আছি ব্যস্ত শহরের দম আটকানো যানজটে......অসম্ভব জ্যম...একটু একটু করে আগাচ্ছে গাড়িগুলো জোরে জোরে হর্ন বাজিয়ে ...ক্লান্ত চোখে দেখলাম বাস্ত নগরটাকে .... আবার আমি চোখ বন্ধ করে ফিরে গেলাম আমার কল্পনার রাজ্যে ...সমুদ্রের পারে......সূর্য ধীরে ধীরে লুকিয়ে যাচ্ছে আকাশ থেকে সাগরের বুকে ...আকাশে এক রঙের খেলা .....কি এক শান্তি চারিদিকে......


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.