আমাদের কথা খুঁজে নিন

   

কানাডায় বাংলা বইমেলা: ক্ষনিকের জন্যে নস্টালজিক হওয়া

যুদ্ধাপরাধীর বিচার ও জামায়াতের রাজনীতি নিষিদ্ধ করার দাবী করছি

গতকাল হয়ে গেল বাংলা "বইমেলা"। এমনিতেই পুরো সামার ব্যাপী বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে উতসব মুখর থাকে কানাডার বাঙালী সমাজ। আছে জেলা সমিতিগুলোর পিকনিক, ছিল রাজনৈতিক দলগুলোর সন্মেলন, আছে বাংলাদেশ থেকে আসা বিশিষ্ট ব্যাক্তিবর্গের সম্বর্ধনা ...ইত্যাদি। ইদানিং শুরু হয়েছে মেলা। এই বছর হবে তিনটি মেলা।

বাংলা মেলা, সময় মেলা ( এই দুইটি দুইটি বাংলা সাপ্তাহিকের আয়োজন) আর বাঙালী উতসব। এবারই প্রথম টরন্টোর একমাত্র বাংলা বইয়ের প্রতিষ্ঠান "অন্যমেলা"র স্বত্বাধীকারি সাদী আহমেদের উদ্যোগে আয়োজিত হয় স্থানীন এক চর্চে। সকাল থেকে বই পাগল মানুষের আনাগোনা আর আড্ডা জমিয়ে তোলে। বই এর দোকানের পাশাপাশি চটপটি আর ভাল মুড়ির বিক্রি বেশ জমে ছিল। বিকেলে শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান আর বই এর মোড়ক উন্মোচন।

প্রধান অতিথি ছিলেন ড. আনিসুজ্জামান। মোড়ক উন্মোচিত বই গুলোর মধ্যে উল্লেখযোগ্য ছিল - মোল্লা বাহাউদ্দিনের "স্বপ্ন নগর নিউইয়র্ক"। যারা নিউইয়র্ক প্রবাসী বাংলাদেশীদের দৈনন্দিন জীবন যাপনের একটা চিত্র দেখতে চান - পড়তে পারেন বইটা। বিকেলে উতসব পাগল জনগোষ্ঠীর আগমনে বই মেলা রূপান্তরিত হয় মেলায়। আয়োজিত হলের স্থান সংকুলান না হলে প্রচুর লোকজনকে বাইরে আড্ডায় মেতে উঠতে দেখা যায়।

সবদিকে বিবেচনায় বইমেলা সার্থক আয়োজন ছিল। কিন্তু বই কেনাটা ছিল কঠিন। কারন বইএর দাম ধরা হয়েছে অতিরিক্ত। সেলিনা হোসেনের গায়ত্রী সন্ধ্যার দাম চাচ্ছিল ২২.৫০ ডলার (১৪৫০ টাকা) যদিও বইএ গায়ে লেখা ১৫০ টাকা। জিজ্ঞাসা করতেই বললেন বিক্রি কম ...তাই দাম বেশী।

আয়োজকরা আশা করছেন আগামীতে আরো বেশী প্রকাশনী সংস্থার আগমনে মেলা আরো জমজমাট হবে।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।