আমাদের কথা খুঁজে নিন

   

কিয়ামতের আলামত এব; বাস্তবতা



মহানবী (সা: ) বলেছেন, কিয়ামত খুবই কাছে এসে গেছে। তিনি নিকটবর্তী হওয়ার কতগুলো আলামত জানিয়ে দিয়ে গেছেন। আলামতগুলো ছোট বড় দু'রকমেরই রয়েছে। আলামতগুলোর মধ্যে ১। মানুষ ব্যাপকভাবে ধর্মবিমুখ হবে।

২। বিভিন্নরকম পার্থিব আনন্দ এব; র;তামাশায় মেতে থাকবে ৩। নাচ গানে মানুষ মগ্ন থাকবে ৪। মসজিদে বসে দুনিয়াদারীর আলাপ আলোচনায় লিপ্ত হবে। ৫।

সমাজে এব; রাষ্টে অযোগ্য লোক এব; মহিলা নেতৃত্ব্য শুরু হবে। ৬। মানু্ষের মধ্যে ভক্তি, শ্রদ্ধা, স্নেহ ভালোবাসা কমে যাবে। ৭। ঘন ঘন ভূমিকম্প হতে থকবে।

৮। সবদেশের আবহাওায় ব্যাপক পরিবর্তন দেখা দেবে ৯। অত্যধিক শিলা বৃষ্টি হবে। ১০। মানুষের রুপ পরিবর্তিত হয়ে পুরুষ স্ত্রী লোকের ন্যায় এব; স্ত্রী লোক পুরুষের ন্যায় রুপ ধারন করবে।

কিয়ামতের সময় যখন আরোও নিকটবর্তী হবে তখন ঈমাম মাহদীর আগমন, দাজ্জালের আবির্ভাব, হযরত ঈসা (আ: ) এর আকাশ থেকে পৃথিবীতে অবতরন, ইয়াজূজ-মাজূজ এর উৎপাত, পশ্চিম দিক হতে সূর্যের উদয়, কুরআনের অক্ষর বিলোপ, তাওবার দরজা বন্ধ, দুনিয়া হতে ঈমানদারের বিলুপ্তি ইত্যাদি দেখা দেবে। উপরের আলামত গুলোর মধ্যে ৭ ও ৮ নম্বর ইদানি; দেখা যাচ্ছে। আর বাস্তবতা বিচারের ভার আপনাদের উপরি রইলো।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.