আমাদের কথা খুঁজে নিন

   

আমার কেজি পাস ছেলের জন্য চাকুরী চাই ।

সত্য সুন্দরকে ব্রত করি জীবনে

পরশু রাতে ঘুমুবার সময় আমার ছেলে করুন করে বলল , আম্মু ওয়ানে উঠে যাব ? এত পড়া । সব কঠিন হয়ে যাচ্ছে । আমি আর লেখা পড়া করতে চাই না , চাকরী করবো । ' আমি সহানুভুতির সাথে রাজী হলাম । জানতে চাইলাম , কি চাকরী করতে চায় ।

বললো , ড্রাইভার হতে চায় । ড্রাইভার হতে গেলে আরো কিছু লেখা পড়া করা প্রয়োজন জানাতে সে বললো সাইকেল অথবা রেসিং কারের ড্রাইভার হলেও চলবে । তাকে সে রাতে আশ্বস্থ করে ঘুমুতে গেলাম । গত রাতে ওর বাবাকে আর বোনকে বললাম যেন মনে করে আমার ছেলের বায়োডাটা নিয়ে বন্ধু বান্ধবদের দেয় । ওরা পাত্তা দিল না ।

আমার ছেলের ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন !!!!! কিছুদিন আগে অবশ্য অন্য কথা বলেছিল । স্কুল থেকে এসে বললো , আম্মু আমি বড় হয়ে হাউজলাইফ হব । কারন জানতে চাইলে বলল , তাদের ক্লাসের আলীর আম্মু হাউজলাইফ , মানে বাসায় থাকে , বাইরে যায় না কাজে । রাজী না হয়ে উপায় কি আমার ? বললাম , আগে লেখা পড়া শেষ কর পরে দেখা যাক । তার বোনটা অতি উৎসাহী ।

বললো , ' ভাইয়া আমিও চাই তুমি হাউজ হাজবেন্ড হবে ; আমারও উপকার হবে , আম্মুরও । কি যে করি । চিন্তায় চিন্তায় চুল সব পড়ে গেল মাথার । চিন্তা নাই আর । আমার ছেলে এখন গল্প লিখছে , শুনছি তার পাপাকে বলছে ,' গল্প লিখছি , শেষ হয়ে এলো ।

এটা জমা দিলে ১ লাখ টাকা পাব , ভুতের গল্প ' । এসব ব্যাপারে তার ওস্তাদ তার বোন । অতএব চাকুরী খুঁজতে হবে না হবু লাখপতির জন্য । ( ডেকে জিজ্ঞেস করল ' আসছে বানান কি ?') লাখ টাকার গল্প : একদিন মা বলছে জায় ( যাও ) বাইরে আসতে আসতে (আস্তে আস্তে ) ভূত আসছে তারপর উনি মারা গেলেন তারপর মা কানা করল ভূততের (ভূতের ) নাম আহাত কেনতু (কিন্তু) ভূত গেলনা তারপর সব লোগ (লোক) মারা গেল । এটা দেখিয়ে আমাকে বললো , আর টাকা নেবোনা আমাদের খেলনা কিনতে , আমরাও যেন না চাই টাকা ওর কাছে , দেবে না বলে দিয়েছে।

আর লাগবে না চাকুরী , এখন বউ লাগবে । Click This Link

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.