আমাদের কথা খুঁজে নিন

   

অর্থনৈতিক সংকটের মুখে ভারত

গভীর অর্থনৈতিক সংকটের মুখে দাঁড়িয়ে রয়েছে ভারতের অর্থনীতি। এমন কথা স্বীকার করেছেন দেশটির প্রধানমন্ত্রী ড. মনমোহন সিং। রাজ্যসভায় দাঁড়িয়ে বিরোধী দলনেতা অরুণ জেটলির এক প্রশ্নের উত্তরে প্রধানমন্ত্রী গতকাল বলেন, এটি অস্বীকার করার কোনো উপায় নেই যে, এই মুহূর্তে দেশ এক কঠিন অর্থনৈতিক সমস্যার মুখে দাঁড়িয়ে রয়েছে। এ জন্য দেশের অভ্যন্তরীণ বিভিন্ন কারণ ছাড়াও সিরিয়ার বর্তমান পরিস্থিতিও দায়ী বলে মন্তব্য করেছেন তিনি। প্রসঙ্গত, এক মাস ধরে মার্কিন ডলারের বিপরীতে ভারতীয় রুপির মূল্যপতন অব্যাহত রয়েছে। একই সঙ্গে পাউন্ডের সঙ্গেও রুপির পতনের খবরে উদ্বেগ বাড়ছে বিরোধী রাজনৈতিক মহলে। শেয়ারবাজারেও ধস অব্যাহত আছে। এদিকে রুপির অবমূল্যায়নের জেরে পেট্রো পণ্যের মূল্যবদ্ধির আশঙ্কাও দেখা দিয়েছে। ডলারের তুলনায় রুপির দাম পড়ে যাওয়ায় কেন্দ্রীয় অর্থ মন্ত্রণালয় রিজার্ভ ব্যাংকের মাধ্যমে বেশ কিছু পদক্ষেপ নিলেও এর কোনো সুফল তেমনভাবে লক্ষ্য করা যায়নি। সব মিলিয়ে দেশটির ভয়াবহ অর্থনীতির ছবিই ফুটে উঠেছে। এ পরিস্থিতি চলতে থাকলে দেশে কর্মহীনতা আরও বাড়বে বলে আশঙ্কা প্রকাশ করেছেন বিশেষজ্ঞ মহল। রুপির এই অবমূল্যায়নে বিজেপিসহ বিরোধী দলগুলো কেন্দ্রের ভ্রান্তনীতিকেই দায়ী করে আসছে। এমনকি প্রধানমন্ত্রীর পদ থেকে অর্থনীতিবিদ মনমোহন সিংয়ের পদত্যাগেরও দাবি জানিয়েছে বিজেপি। অন্যদিকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীও কেন্দ্রের ভ্রান্তনীতিকেই দায়ী করেছেন। মহাকরণে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে যুক্তরাষ্ট্রের দিকে অভিযোগের আঙুল তুলে মমতা বলেন, অন্য দুই-একটি দেশকে গুরুত্ব দিতে গিয়ে ও তাদের সন্তুষ্ট করতে গিয়ে ভারতের বাজারকে দুর্বল করে দেওয়া হচ্ছে। দেশকে বিক্রি করার চক্রান্ত করা হচ্ছে বলেও কেন্দ্রের বিরুদ্ধে অভিযোগ তোলেন মুখ্যমন্ত্রী।

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.