আমাদের কথা খুঁজে নিন

   

গাড়ি চাপায় শিশুর মৃত্যুর জের নোয়াখালীতে যুক্তরাষ্ট্র প্রবাসীর বাড়িতে হামলা ও মাইক্রোবাস ভাঙচুর, আটক ৬



নোয়াখালীতে মাইক্রোবাসের চাপায় এক শিশুর মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে মাইক্রোবাস ভাঙচুর ও এক যুক্তরাষ্ট্র প্রবাসির বাড়িতে হামলার অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার বিকেলে জেলার কোম্পানীগঞ্জের সিরাজপুর এলাকায় ওই দুর্ঘটনার পর বিুব্দ লোকজন ধাওয়া করে পাশ্ববর্তী কবিরহাটের বাটাইয়া এলাকায় এই ঘটনা ঘটে। হামলার সময় কবিরহাট এলাকার লোকজন ৬ ব্যক্তিকে আটক করে বেধড়ক মারধর থানায় সোপর্দ করে। কোম্পানীগঞ্জ, কবিরহাট থানা পুলিশ ও স্থানীয় সুত্রে জানা গেছে, শুক্রবার বিকেল সাড়ে চারটার দিকে কবিরহাট উপজেলা আওয়ামী লীগের নেতা মোঃ তৈমুরের যুক্তরাষ্ট্র প্রবাসী ভাই ডাক্তার ফারুক মাইক্রোবাস যোগে ঢাকা থেকে গ্রামের বাড়িতে আসার পথে কোম্পানীগঞ্জের সিরাজপুর ইউনিয়নের হাবিবপুর এলাকায় আবদুর রহমান ফারহান (৫) নামে এক শিশুকে চাপা দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এসময় সেখানে উপস্থিত লোকজন ধাওয়া করে মাইক্রোটির পেছন পেছন কবিরহাটের বাটোইয়া এলাকায় যায়।

ুব্দ লোকজন এসময় মাইক্রোবাসটি ভাঙচুর করে এবং আওয়ামী লীগ নেতা তৈমুরদের বাড়িতে হামলা চালায়। এসময় ওই বাড়ির আশেপাশের লোকজন এসে তাঁদের ঘিরে ফেলে এবং ছয়জনকে আটক করে বেধম মারধর করে থানায় সোপর্দ করে। আটক ব্যক্তিরা হলেনÑ মজিবুল হক বাবু (৪০), মোঃ ইলিয়াছ সুমন (২৫), আবুল কালাম (৩৮), আজিজুল হক সুমন (১৮), মোঃ ইউছুফ (১৮) ও কামাল (৩৫)। এঁদের সবার বাড়ি কোম্পানীগঞ্জ উপজেলা এলাকায়। এই ঘটনাকে কেন্দ্র করে রাতে এই রিপোর্ট লেখা পর্যন্ত উভয় উপজেলার বাসিন্দাদের মাঝে উত্তেজনা বিরাজ করছে বলে স্থানীয় সুত্রে জানা গেছে।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.