আমাদের কথা খুঁজে নিন

   

শীতের স্ফুলিঙ্গ।

Khan IT Source

থেমে থাকা সন্ধ্যর মেঘ অথবা বলতে না পারা কাউকে বলতে পারিনি আমি অনুভুতি কেউ দেখেনি ভেতরের ক্ষত দাগ বিলুপ্ত বাসনা এভাবেই জীবিকার বধীর নিরব যাতায়াত এভাবেই নিরুত্তর অবকাশে বিস্মৃতির পরিক্রমা কেউ দেখেনি ভেতরের ক্ষত দাগ বিলুপ্ত বাসনা ফিস ফিসিয়ে বলেছি স্বপ্নে দেখা স্বপ্ন গুচ্ছ ঘুমের মাঝে মৃত মানুষের আমন্ত্রন কাউকে বলতে পারিনি আমি অনুভুতি তবুও ফিরে দেখেনি কেউ, খুজিনি অর্থ গুলো এভাবেই পরস্পর সম্পর্ক মায়া ছেড়েছি প্রয়োজন কেউ দেখেনি ভেতরের ক্ষত দাগ বিলুপ্ত বাসনা আর একটি কবিতা: জানালার ফুটোয় ভেজা আলোর দাগ। ঘাস লতা পাতার বিকট নিবিড় শব্দ আছড়ে পরা জানালার ফুটোয় আসা দেয়ালে স্থির ঝুলন্ত আলো, পথে হাটা মানুষের ছায়া দাগ, যান-শকটের চিন্হ আমাদের সংসার নীল পাখির বাসা। বদলে যাওয়া পায়ের ছাপ, চেনা অভিশাপ আর ফিরে না আসা মৃত বাবার মুখ, দিন হঠাৎ বারবার উড়ে বসা প্রজাপতি হাতে অপেক্ষা স্কুল ছুটি দেবার, সেই জানালা ভুল, স্মৃতি, হারিয়ে ফেলা বন্ধুর কাছে ঋন। কথা গুলো এভাবেই জমিয়ে রাখার মতন না বলার মতন যত্নহীন পুরনো আসবাব শুকনো বাতাসে চোখের পাপড়ি খসে পরা বৃদ্ধ ভার, ঘোচানো শরীর আর কত রাত এমন, ন্যুয়ে পরা চিন্তা, ললাট ভেজা স্পর্শের আদম্যতা কিছু অসীমাকৃতির ইচ্ছে এখনো হাতছানি দেয়।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।