আমাদের কথা খুঁজে নিন

   

পুরাতন কাজ নতুন করে রিভাইজ দিই। ফটোশপে পাথরের টেক্স এফক্ট ।

স্বপ্নের হাতছানি আমাকে কাছে টানে, যদিও জানি এটা মরিচিকার মত। আমি হৃদয়ের কথা বলিতে ব্যকুল শূধাইলনা কেহ।
আজ আমি আপনাদের শিখাবো ফটোশপে কিভাবে উপরের ছবির মত (পাথরের এফেক্ট) করা যায়। (ঢেকিদের বাদে, নতুনদের) প্রথমে একটি নিউ ইমেজ নিন ঃ ৫০০*৩০০, রেজুলেশনঃ ১৫০ পাথর সমৃদ্ধ একটি ইমেজ নিন। ইমেজ থেকে অল্টার চেপে মুল ইমেজে নিন (কপি করে )।

যেমন আমি নিয়েছি নিচের ছবি থেকে। হরাইজেন্টাল টাইপ টুল দিয়ে পছন্দ মত লেখা লিখুন, কালার কোন সমস্যা নয় । যে কোন কালার নিতে পারেন। লেখার সাইজ নিন পছন্দ মত , যেমন আমি নিয়েছি ১৫০। নিচের ছবি গুলোর মত করে লেয়ার ব্লেন্ডিং অপশন সেটিং করুন।

ব্যাস কাজ শেষ।
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।