আমাদের কথা খুঁজে নিন

   

আগেকার ম্যালা কথা

পুঁথি রচয়িতা জনাব শাহজাহান মিঞা ‘আগেকার ম্যালা কথা’ পুঁথিতে টাঙ্গাইলের আঞ্চলিক ভাষার কিছু চিত্র তুলে এনেছেন। যেমন- বাঙ্গালিদের মূল ভাষার গাইবো যে চরণ, বাংলা শব্দ উইঠা অইলো আরেক ধরণ। বাঙ্গালিদের বাঙ্গালিত্ব্যের রাইখো যে স্মরণ, লুঙ্গিরে যে তফন কইছি শার্টে রে পেরন। ঘরের পিছন কাইনছাল কইছি গরমে রে গুমা, আটুর উপর কাপড় পড়ছি তারে কইছি ডুমা। চুনে রে যে দই কইছি লবণেরে নুন, জামাই রে যে দামান কইছি ভাল রে যে গুণ।

ঠান্ডারে যে টেলকা কইছি গরমেরে ততা, ছিড়া কাপড় দিয়া আমরা বানাইছি যে খেতা। বাতি রে যে হলক কইছি অনেকে রে ম্যালা, ছিলিং এ-রে চাং কইছি সূর্য্য রে বেলা। পোলা রে যে গেদা কইছি বাপে রে বাজান, মাছ থাকছে মান্দা ভরা গোলা ভরা ধান। আদর রে সোয়াগ কইছি দোষেরে ছক্কল, শীতে রে যে জার কইছি মাতব্বর রে মোড়ল। তরকারি রে শালুন কইছি রসা রে যে ঝোল, সারী সারী নাও ভিরাইছি তারে কইছি কোল।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।