আমাদের কথা খুঁজে নিন

   

চলেন সবাই মিলে একটা নাটকের জীবন্ত রুপ দেই।

কাঙাল জানিয়া বাবা দিও দরিশন, অধম জানিয়া বাবা দিও দরিশন.....

আমি নাট্যকার নই , মোটামোটি গরম ডায়ালগের একটা স্ক্রীপ্ট দিলাম । তার পরিণতি আপনারা দিয়েন। নিজে নিজে অসম্ভব ডায়ালগ দেয়ার চেষ্টা করছি। দেখছি ডায়ালগ ছাড়া কোন কিছুই প্রাপ্তি ঘটেনা। যদি কেউ এই নাটকটি চিত্রায়িত করতে চান।

বিনেপয়সায় পুরো পরিকল্পনা এই উদ্যোগতা কে দিয়ে দিব। প্রেমের স্বেচ্ছা কারাবরন আগন্তক - আমি কি সবার সামনে কথা গুলো বলবো। ওরা লজ্জাপাবে না। প্রবাসী প্রেমিকা-সাহস থাকলে সবার সামনে বলেন। আর আপনার মতো একজন অপিরিচিত জনের সাথে একা বা অন্য রুমে কথা বলা অসম্ভব।

আগন্তক -ঠিক আছে সবার সামনে বললাম। আই লাভ ইউ। প্রবাসী প্রেমিকা - ১৯বছর পর আপনি প্রেম নিবেদন করছেন। আগন্তক-১৯ বছর নয় ৩৯ বছর পর কারন আমি আর কাউকেই প্রেম নিবেদন করিনি। প্রবাসী প্রেমিকা -এই ভালোবাসার কথা শুনে এখন আমার কোন লাভ নেই।

তাছাড়া আমার স্বামী আছে, সন্তান আছে, আমি রোবোটের মতো, আমার আবেগ নেই। আগের মতো আবেগ আপ্লুত হই না। তাছাড়া আমার ডিভোর্সও হয়নি। অন্যান্য প্রবাসীর দেশীও আত্মিয় আতংকিত তারা পরস্পরএর মধ্যে নিচু স্বরে আলোচনা করছে । এই ছেলেটি কোন ভেজাল পাকাবে নাতো।

এই ছেলেটি সম্পর্কে জানিনা কোনদিন দেখিনি। আগন্তক - আপনার বাসায় এসেছি যা ইচ্ছা তাই বলতে পারেন। আর আমি যদি আপনার বাসা থেকে বের না হই। আমি সাথে মোবাইল আনিনি কাইকে বলে আসিনি। কারো সাথে যোগাযোগ করতে পারবো না।

অথবা একটা ম্যাচের কাঠি। প্রবাসী প্রেমিকা-আপনি ভয় দেখাচ্ছেন। প্রয়োজন হলে পুলিশ ডেকে আপনাকে ধরীয়ে দেব। আগন্তক - আমি বলবো আপনারা আমাকে অপহরন করেছেন। প্রবাসী প্রেমিকা- কি চান বলেন তো? আগন্তক- আপনাকে প্রবাসী প্রেমিকা- তা কি করে সম্ভব।

আগন্তক-অসম্ভবকে সম্ভব করাই আমার কাজ। প্রবাসী প্রেমিকা -আপনি কি যা তা বলছেন। যান তো বাসা থেকে বেড়িয়ে যান। আগন্তক - আমি তো যাবো না। যাওয়ার জন্যে আসিনি।

প্রবাসী প্রেমিকা-তাহলে আমিই চলে যাচ্ছি। কোন হোটেলে উঠবো। তারপর অন্য কোথাও। আগন্তক- এতো রাতে যেতে পারবেন না। এটা আপনার মনের কথা নয়।

প্রবাসী প্রেমিকা- আপনি কি সব জানেন। আমি যেতে পারবো এবং যাবো। আগন্তক-আচ্চা চলেন নিচে আমার গাড়ী রাখা আছে। যে কোন হোটেলে উঠে যাবেন। অথবা যে হোটেলে আমি উঠেছি।

প্রবাসী প্রেমিকা-কি করে বুঝলেন আমি আপনার সাথে যাবো। আগন্তক-আপনি আমার সাথেই যাবেন। তারপর যা বলা হযনি তাই বলবো।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।