আমাদের কথা খুঁজে নিন

   

ভাগ্নে কেন স্কুলে যাবে



স্কুল জিনিসটা বাচ্চাদের কাছে এখন একটা বিভীষিকা। সূর্য ওঠার আগে বাসা থেকে বের হতে কারই বা ইচ্ছা করে। ভাগ্নেকে ঈদের সময় তার মা মনে করিয়ে দিচ্ছে, ভোরে উঠার অভ্যাস করতে হবে কিন্তু, কয়েকদিন পরই স্কুল খুলবে। ভাগ্নে বলে, মাম, স্কুলে যাওয়ার কী দরকার, ক্লাস নাই তো, এখন তো শুধু সি টি (ক্লাস টেস্ট) হবে। তবে রে দুষ্টু, সি টি দেয়া লাগে না বুঝি, এমনিতেই পড়াশুনা কিচ্ছু করিস না।

ভাগ্নে বুঝল না সে এমন কি বলল যে মাম তাকে বকা দিল। ভাগ্নের অংকের অবস্থা খুব খারাপ ছিল, কিন্তু ইদানিং মনোপলি খেলে খেলে যোগ বিয়োগে ভালোই দখল এনেছে। অন্য বিষয়গুলোতেও এভাবে উন্নতি করতে পারলে ভালো হত। ছোট ভাইটা ছোট থাকতে বাংলা রিডিং পড়তে খুব ঝামেলা হত। পরে নন্টে ফন্টের কমিকস পড়ে পড়ে সে বাংলা রিডিং পড়া শিখেছে।

তার হাঁটতে শেখাও ছিল মজার, নিজে নিজে হাঁটতে সময় লাগছিল। বুয়ার হাত থেকে ফুলঝাড়ু টানাটানি করত দেখে আম্মা ওর জন্য ছোট্ট একটা ফুলঝাড়ু বানিয়ে দিয়েছিলেন, সেটা নিয়ে ঘর ঝাড়ু দিতে গিয়ে সে হাঁটা শিখে গিয়েছিল। কোন কথা থেকে কোথায় যাচ্ছি কোন ঠিক নেই।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।