আমাদের কথা খুঁজে নিন

   

ভাগ্নে বড়ই চতুর



একবার ভাগ্নের ছোট খালা (যাকে ভাগ্নে ডাকে তুনতুনা) তার এক বান্ধবীকে নিয়ে এল বাসায়। বান্ধবী বড়ই ত্যাঁদর টাইপের। পিচ্চিদের বিরক্ত করতে মহা ওস্তাদ। ভাগ্নে তখন খেলনা মোবাইল নিয়ে খেলছিল। বয়স ছিল তখন পাঁচ।

তুনতুনার বান্ধবী তাকে ডিসটার্ব করার জন্য উঠে পড়ে লাগল। "এই পিচ্চি কী কর?" "মোবাইলে কথা বলি। " "এই মোবাইলে আবার কথা বলা যায় নাকি। " "যায় তো। " "কই দেখি, আমি একটা ফোন করব।

" ভাগ্নে ফোন এগিয়ে দিল। তুনতুনার বান্ধবী কিছুক্ষণ টিপাটিপি করে কানে দিয়ে তারপর বলল, "কই, কিছুই তো শোনা যায় না, পচা ফোন তোমার। " ভাগ্নে "কই দেখি" বলে নিজের কানে কিছুক্ষণ লাগিয়ে এরপর তুনতুনার বান্ধবীকে বলল, "তোমার কি কান খারাপ?"

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।