আমাদের কথা খুঁজে নিন

   

আনন্দের দিনে কান্না, সইতে বড়ই কষ্ট হয় ।



আনন্দের দিনে কান্না, সইতে বড়ই কষ্ট হয় । পবিত্র ঈদকে সামনে রেখে সৌদি আরবে বৃষ্টিতে এই পর্যন্ত ১১০ জন লোকের মৃত্যু হয়েছে, আবার অন্যান্য পত্রিকা গুলো আরও দুই একজন কম বেশীর কথা বলছে । যেখানে অনেক প্রবাসীও রয়েছে , মা, বাবা ,আত্নীয় স্বজন ,এমনকি নিজের ভালবাসার মানুষটির মুখে হাসি ফোটানোর জন্য যারা প্রবাস যাপন করে, তাদের এই দূর্ঘটনা জনিত মরণ অনেকে মেনে নিতে পারছে না । আমার এক পরিচিত জন তার বাড়ি সোমালিয়ায়, গত কাল ঈদের কৌশলাদি বিনিময়ের সময় সে কান্নায় ভেঙ্গে পরে , তার এক বড় ভাই সৌদি আরব থাকে । সেও সৌদি আরবে সৃষ্ট বন্যায় মারা গিয়েছে, তার করুণ কাহিনী শুনে নিজেকে সামলাতে পারলামনা ।

দেশ হতে তার বিবি ফোন করে বলেছে অনেক বছর হয়েছে,এবার তুমি চলে আস সে জবাব দিয়েছে নতুন বছরে একবারে চলে যাবে আর প্রবাসে থাকবে না । বাড়িতে টাকা পাঠিয়েছে কোরবানীর জন্য, ছেলে মেয়েদের জামা কাপড় কিনে দিতে বলেছে আরও বলেছে তুমিও একটা দাররা বানিয়ে নিও । [ দাররা আমাদের দেশের মেকসির মত জামা বিশেষ] কে জানে এবারের টাকাই তার জীবনের শেষ টাকা । সে আর কখনো ফিরে আসবেনা । তার ছেলে মেয়েরা তার বাবার মুখ দেখতে পাবেনা ,তার জীবন সঙ্গীকে বিধবা করে চলে গেল অপাড়ে ।

এই কথা গুলো বলতে বলতে কান্নায় ভেঙ্গে পরে । তার কান্না দেখে নিজেকে সামলাতে পারছিলাম না । অপর দিকে আমাদের দেশে ভোলায় লঞ্চ ডুবিতে এ পর্যন্ত ৭৩ জনের মৃত্যু হয়েছে । অনেকের আশা ছিল মা বাবার সঙ্গে ঈদ করবে, কিন্তু তাদের আর সে আশা সফল হয়নি, এই দুনিয়া ছেড়ে অনেকের চিরবিদায় নিতে হয়েছে । আজ যখন খবরে চোখ রাখছিলাম হঠাৎ করে আরাব টাইমসে আমাদের দেশের খবরটা দেখে মনে খুবই দুঃখ লাগলো ।

যদিও খবরটি দুইদিন আগের ,তবু চোখের কোনা টাকে মুছে নিলাম । Click This Link দোয়া করি যেন কারো এমন দূর্ঘটনায় মৃত্যু না হয়। প্রবাসে এমনকি দেশে যে যেখানেই থাকুন না কেন নিরাপদে থাকবেন ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।