আমাদের কথা খুঁজে নিন

   

লঞ্চে অতিরিক্ত যাত্রী বোঝাই করার জন্যই প্রতিবছর শত শত মানুষ মারা যাচ্ছে

এলোমেলো ভাবনা সারাক্ষণ মনকে আচ্ছন্ন করে রাখে

প্রতিবছরই শোনা যায় লঞ্চ দুর্ঘটনা। এটা যেন তেমন কোন ব্যাপারই না, বাংলাদেশের তো অনেক লোক --তাই কয়েক হাজার মারা গেলে যেন কোন সমস্যাই নয়। কিন্তু প্রশ্ন কেন প্রতি বছরই একই ঘটনার পুণঃরাবৃত্তি হবে! দুর্ঘটনার পরবর্তী সময়ে লঞ্চ কর্তৃপক্ষ অথবা সরকারের পক্ষ হতে গভীর সমবেদনা প্রকাশ করা হয়। ৩ বা ৫ সদস্য বিশিষ্ট একটা কমিটি গঠণ করা হয়। ব্যস্ এই পর্যন্তই।

আমাদের দেশে কোন কর্তৃপক্ষকে এ কারণে পদত্যাগ করতে দেখা যায় নাই। অথচ আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতেও দুর্ঘনার জন্য মন্ত্রী স্বয়ং পদত্যাগ করেছেন এমন প্রমান আছে। প্রতিবছর উৎসবকে ঘিরে মানুষ নাড়ীর টানে ঘরে ফিরে। অস্ট্রেলিয় একদল ভিজিটর আমাকে বলেছিল,'' তোমাদের দেশে উৎসবকে ঘিরে এই যে মানুষের ঘরে ফেরা ---এটা প্রশংসার দাবীদার। আমাদের হিংসা হয়---তোমরা আসলে খুব ভাল যে তোমরা এখনও পরিবারের সবাইকে একই সূত্রে বেধে রেখেছো।

আমাদের দেশে এটা নেই''। সরকার একটু তৎপর হলেই বাস, লঞ্চে অতিরিক্ত যাত্রী বোঝাই বন্ধ করতে পারে। আর অকালে মৃত্যুর হাত থেকে রক্ষা করতে পারে হাজার হাজার মানুষকে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।