আমাদের কথা খুঁজে নিন

   

Rock am Ring and Rock im Park

My scars remind me that the past is real, I tear my heart open just to feel........

পৃথিবীর সবচেয়ে বড় রক কনসার্টগুলোর মধ্যে অন্যতম রক এম রিঙ। ১৯৮৫ সালে প্রথমবারের মত অনুষ্ঠিত হয়েছিল জার্মানীতে, কমার্সিয়াল সফলতা দেখে (৭৫,০০০ দর্শক হয়েছিল) এটা পরিণত হয় একটা বাৎসরিক রক ফেস্টিভালে যার জন্য সারা বছর অপেক্ষায় থাকেন রকপ্রেমীরা। সারা পৃথিবীর রক, মেটাল, পাংক, অল্টারনেটিভ রক আর্টিস্টদের অন্যতম মিলনমেলা এই কনসার্ট। নাম শুনে মনে হয় কনসার্ট একটা, কিন্তু কনসার্ট আসলে হয় দুইটা। একটা হয় Nürburgring রেসট্র্যাকের পাশে; জায়গাটা বিখ্যাত ১৯২৭ সাল থেকে গ্রান্ড প্রিক্সের জন্য; আর অন্যটা হয় Frankenstadion, Nuremberg এ।

প্রথম কনসার্টের নাম রক এম রিঙ (Rock at the Ring) আর পরেরটার নাম রক ইম পার্ক (Rock in the Park)। কনসার্টে অংশগ্রহণকারী প্রতিটা ব্যান্ড দুটাতেই অংশ নেয়, প্রথমদিন রক এম রিঙ তো পরদিন ইম পার্কে। খুব রেয়ার দেখা যায়, কোন ব্যান্ডকে শুধু একটা কনসার্টে অংশ নিতে। যাই হোক, ১৯৯৭ সাল থেকে একই স্হানে হয়ে আসছে কনসার্ট দুটো, এর আগে শুধু একবার, ১৯৯৩ সালে ভিয়েনায়, জার্মানীর বাইরে হয়েছিল রক এম রিঙ। আগেই বলেছি, সারা পৃথিবীর রক, মেটাল, পাংক, অল্টারনেটিভ রক আর্টিস্টদের অন্যতম মিলনমেলা এই কনসার্ট।

তবে প্রথমদিকে বন জোভি, ব্রায়ান এডামস প্রমুখ আর্টিস্টরাও এই কনসার্টে অংশ নিয়েছিলেন, যাদের সাধারণত মেইনস্ট্রিমের রক আর্টিস্ট ধরা হয় না। ইদানিং অবশ্য দেখা যায় বিখ্যাত আর্টিস্টদের সাথে আন্ডারগ্রাউন্ডের কিছু ব্যান্ডকেও তারা সুযোগ দেয় অংশগ্রহণের। কারা আসেননি এই কনসার্টে; মেটালিকা, মেগাডেথ, ভ্যান হেলেন, আয়রন মেইডেন, ইউ-টু, অজি অসবার্ন (অজি অসবার্ন আবার আরেক বাৎসরিক ফেস্টিভাল ওজফেস্টের আয়োজন করে) প্রমুখ কিংবদন্তি থেকে শুরু করে হালের ডিস্টারবড, থ্রী ডোরস ডাউন, সিস্টেম অফ এ ডন, গ্রীনডে, ইন ফ্লেমস, ওপেথ, লিংকিন পার্ক, নাইটউইশ, লস্টপ্রফেটস, সিম্পল প্ল্যান, ল্যাম্ব অফ গড, স্লিপনট, স্টোন সাওয়ার, কাইমেরা, ডিমু বরগির, ক্র্যাডল অফ ফিলথ.... কেউ বাদ নেই। এমনকি ইনডি ব্যান্ডগুলোকেও মাঝে মাঝে দেখা যায় অংশ নিতে। মোটামুটি মে-জুন মাসে অনুষ্ঠিত হয় মোট তিনদিন ব্যাপী চলা এই কনসার্ট।

গত ৫ বছর ধরে গড়ে প্রায় ১,৫০০০০ রকপ্রেমী অংশ নেয় এই কনসার্টে। টিকিট বিক্রি শুরু হয় মার্চে, কয়েকদিনের মাঝেই শেষ হয়ে যায়। দুটি উল্লেখযোগ্য ব্যান্ডের পারফর্ম করার ভিডিও আমি যোগ করছি পোস্টে। প্রথমে দেখুন ২০০৬ সালের রক এম রিঙে স্টোন সাওয়ারের পারফর্ম করা 'ইনহেল' (মেইন গানটা ২০০২ সালের, মেটাল সেকশনে গ্র্যামি নমিনেশন পাওয়া গান), কোরে টেইলর আসলেই কনসার্ট জমাতে জানে... পরের গানটা অভিনেতা যেয়ার্ড লেটোর ব্যান্ড থারটি সেকেন্ডস টু মারস-এর 'দ্যা কিল'। এটা আপলোড করার কারণ লেটোর স্টান্ট।

গানটাও চমৎকার। দেখুন.... তথ্যসূত্র: http://en.wikipedia.org/wiki/Rock_am_Ring_and_Rock_im_Park

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১০ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।