আমাদের কথা খুঁজে নিন

   

আমার আসমানী!



আসমানী, আমার ভাগ্য ভালো আমি তোর মতো একটা আসমানী পেয়েছি। এওতো হতো পারতো যে, যে আমার জন্য যাকে আসমাণী করে রাখা হয়েছে সে তোর মতো না। তোর মতো না হলে তাকে আসমানী ডাকা যায়? হিসেব না করে বলবিনা! এখন থেকে যদি হিসেবে না করো এসএসসির অংকে তোর রেজাল্ট খারাপ হবে নিশ্চিত। তোর রেজাল্ট খারাপ হলে তোর মন খারাপ হবে বলে এটাতে কষ্ট পাবো। খুশির বিষয় যেটা থাকবে সেটা হলো ফেল করায় তোর বড় হতে আরও একটু সময় লাগবে।

বড় হতে যত সময় আমার কাছে তোর থাকার সময়টাও ততোই বাড়বে। এই হিসেব আছে মাথায়? নেই। থাকলে রোজ রোজ অংক ইংরেজী প্রাইভেটে গিয়ে বাপের টাকা গুলো নষ্ট করতি না। অংক ইংরেজীটা খুব সাবধানে এড়িয়ে যাবি। অংক খাতায় মেঘের ছবি একে ভরে রাখবি।

নানান রংয়ের মেঘ, সন্ধ্যার মেঘ, দুপুরের মেঘ, বিকেলের সাদা সাদা মেঘ। ইংরেজী প্রাইভেট পড়বি অল্প বয়সী কোনো ছাত্রের কাছে। তার সাথে ভালবাসা ভালোবাসা ভাব করবি, যাতে সারাদিন সে তোকে নিয়ে টেনশন করে আর ভুল গ্রামার শেখায়। যত ভুল তত লাভ! তুই হলে বসে আর্টিকেলে ভুল করবি, আমি খুশিতে গালে রং মেখে দোড়াবো! হিসেব শেষ হলো? এখন্ বল, আমার আসমানী হওয়ার যোগ্যতা তুই ছাড়া আর কেউ রাখে? কেউ রাখেনা, সত্যিই কেউ রাখেনা!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।