আমাদের কথা খুঁজে নিন

   

বন্দী ঘোড়ার হ্রেষা



থেমে যাক এই সময়ের কাঁটাগুলো ইচ্ছে করে না, তবুও জমছে ধুলো, উত্তুরে হাওয়া কখন আসবে তুমি, কলকাতা যেন শূন্য শ্মশানভূমি দল বেঁধে ডাকে কুকুরেরা, রাত হলো প্রাণে শীত দাও... আগুনের খাতা খোলো কত পাতা জমে রয়েছে পুড়বে বলে পোড়াও ওদের, জ্বালাও সময় হলে পেয়ালাতে ঢালো প্রগাঢ় মহুয়া নেশা ফাঁকা রেড রোড, বন্দী ঘোড়ার মৃত্যুকালীন হ্রেষা চেটেপুটে খায় বিদেশী পর্যটক দেরী হয়ে গেছে... আজকে না হয় অনন্ত দেরী হোক আজকে না হয় প্রাণ ভরে দেখি ময়দানে ঘাসে ঘাসে চাঁদ লেগে আছে, ক্লান্ত দীর্ঘশ্বাসে এই শহরের যাবতীয় প্রেম চিঠিতে লিখেছে, 'কালো' কত পাতা জমে রয়েছে, তাদের পোড়াও আগুন জ্বালো, প্রাণে শীত দাও, আমাকে বাঁচাও উত্তুরে হাওয়া তুমি, কলকাতা যেন প্রাচীন শ্মশানভূমি বাইপাসে জুড়ে গাড়িরা ছুটছে ভণ্ড বাউণ্ডুলে কলকাতা, তুমি ভালোবাসা গেছো ভুলে আমার শরীরে কালকূট আজও নীল রঙে দাগ টানে যেটুকু আগুন জ্বলছে সেসবই মৃতদেহদের প্রাণে ছাই চাপা পড়ে রয়েছে ধোঁয়াতে , যত জল ঢালি তাদের ধোয়াতে পোড়া কাঠ আর প্রৌড় বিষাদ আবডালে মৃদু হাসে বড়ই শান্তি বাসা বেঁধে আছে দক্ষিণে, সুবাতাসে চাইনা আমার অমন শান্তি, খানিক প্রলাপে মিশে ময়দানে একা শুয়ে থাক চাঁদ – রাজপথ চেনেনি সে কানাগলিদের একা হাতড়িয়ে, সস্তার ক্ষতমুখ চিনে নিয়ে বিষ ঢেলে দিক দাঁড়ে আর পালে সমূহ নৌকো বাওয়া কলকাতা, তুমি শরীরে জড়াও উত্তুরে নীল হাওয়া

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।