আমাদের কথা খুঁজে নিন

   

দেয়াল বন্দী

দেয়ালে পিঠ ঠেকে গেলে আমি দেয়ালটাকে খুব ভালোবাসি। অন্য সবার মত ওতো আর দূরে সরে যাচ্ছেনা! যদিও ওর বুকে শুকানো শৈবালের ছাপ, প্লাস্টার ওঠার ক্ষত; তবুও সে ঐ ছোট্ট ছেলেটার নির্বাক ক্যানভাস, ওকে সে আঁকতে দিয়েছে প্রাণ খুলে অ-আ, থেকে ফুল-পাখি-গাছ; আমি তাই দেয়ালটাকে খুব ভালোবাসি, থেকে থেকে ও আমার আড়াল আর অনুভুতির ছাদ হয়ে যায়। মাঝে মাঝে মনে হয় দেখি- দেয়ালের ওপারে কি আছে? পার হই আর তারপর- ওপাশের দেয়াল ঘেঁষে প'ড়ে থাকি; দেয়ালে পিঠ ঠেকে গেলে আমি দেয়ালটাকেই খুব ভালোবাসি কারন দেয়ালের এপার-ওপার কোন পাড়ের কিছুই আমাকে আর টানেনা আমি বাঁচি দেয়ালের ছায়ায়, ক্ষয় ধরা অনুভুতির ঝুরঝুরে প্লাস্টারে...।।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।