আমাদের কথা খুঁজে নিন

   

চতুর্দিকে পোড়াদগ্ধ



দেখো,ঘষা কাচের মতো দিনগুলো কেমন নীল হয়ে যাচ্ছে। যেন রোদ চশমার মতো অচেনা হয়ে যাচ্ছে চেনা এবং প্রায় চেনা নানাকৃতি মুখগুলো। নীল অথবা কালো কিংবা রঙিন স্বপ্নগুলো মরে যাচ্ছে মরে যাচ্ছে পূর্বাভাস ছাড়াই নদী জলোচ্ছাস আর প্রভঞ্জনে ভেসে যাচ্ছে মানুষ। বদলে যাচ্ছে- নদীর মোচড়,বাতাসের কারুকাজ প্রাকৃত কিংবা অতিপ্রাকৃত বোধ,গোধূলির ভাঁজ। চতুর্দিকে পোড়াদগ্ধ অনাদি-আদিম নিষ্ঠুরতার পুনরুত্থান,অদম্য বিস্তৃতি। বানরের মতো লাফাচ্ছে সময় আর কেবলি হাঁসদৌড়-ডানা ঝাপটে উড়ে যাচ্ছে ক্লান্ত বালিহাঁস। চারদিকে বারুদ আর খুব বিস্ফোরণ চারদিকে আদিম তমিস্র নক্ষত্রের আলোগুলো খুব ঠিকরে এসে পড়ছেনা মাটিতে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।