আমাদের কথা খুঁজে নিন

   

চতুর্দিকে অবরোধ চলছে পরাজয় মানবেনা বাংগালী জাতি

মানবতা ............থেকে মানবিকতা.........

আজ ১১ মার্চ ০৮, কিন্তু আজ থেকে ৩৭ বৎসর পূর্বে এ দিনে কি ঘটেছিল তাকি জানি আমরা । চলুন একটু ফিরে দেখা যাক ১১ মার্চ ১৯৭১ চতুর্দিকে লাগাতার অবরোধের দ্বিতীয় সপ্তাহে পা দিয়েছে । কল-কারখানা, অফিস-আদালত, শিক্ষা-প্রতিষ্ঠান, সচিবালয়, সেক্রেটারীয়েটসহ সবকিছু বন্ধ করে দেয়া হয়েছে । টাংগাইলে মাওলানা আব্দুল হামিদ খান ভাষানী ঘোষনা করলেন অবরোধ চলছে, চলবে দাবী আদায় না হওয়া পর্যন্ত । ঢাকাতে সমাজ তান্ত্রিক ছাত্র ইউনিয়ন ছোট আকারে লিফলেট বের করে যেগুলো খুবই উপকারী ছিল ।

এভাবে শেখ মুজিবের প্রতি মানুষের আকর্ষণ দিন দিন বাড়তে লাগলো । শেখ মুজিব হয়েগেলেন অবিসংবাদিত জাতীয় নেতা । মানূষ দুর্বিসহ জাতনার মধ্যে দিন কাটালেও মুখ খুলে কিছুই বলে নাই বড় কোন কিছু পাওয়ার লোভে । আর তা হলো ‍"স্বাধীনত" । তাই যখন এ আকাংখীত স্বাধীনতার ঘোষণা আসলো তখন আবাল, বৃদ্ধ, ছাত্র,যুবক সবাই যেন তীর্থের কাকের মত অপেক্ষা করছিল ।

তারা সবাই সাথে সাথেই নেমে গেল লড়াইয়ের ময়দানে । কেউ কেউ জীবন বাঁচাতে কলিকাতা গিয়ে সবচেয়ে ভাল জীবন যাবন করেছেন ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।