e_echo@live.com
১.
কোরবানীর ঈদ উপলক্ষে ঘরমুখো মানুষদের বাস, ট্রেন, লঞ্চ আর স্টীমারের ভীড়, যানজট আর টিকিটের ভজঘট ছাপিয়ে গরুই হলো "টক অব দ্য বাংলাদেশ"। তাইতো স্কুল বেলার গরু রচনা লেখা নিয়ে একটা স্মৃতি মনে পড়ে গেল। স্মৃতি সতত সুখের হয় কিনা! তো যখন ক্লাশ সিক্সে ছিলাম, হাউস টিউটর একদিন গরু রচনা লিখতে দিলেন। আমি আর আমার কাকাতো ভাই মন দিয়ে লিখতে শুরু করলাম গরু বিষয়ক (সরেস) রচনা। লেখা শেষ করার পর আমি বসে আছি আর কাকাতো ভাইটি লিখেই যাচ্ছে। খানিক পরে দেখি সে কলম চিবোচ্ছে। কিরে তোর লেখা শেষ? না ভুলে গেছি। তখন আমি তাকে হেল্প করলাম এভাবে...
........
গরুর দুইটা কান, দুইটা নাক, দুইটা লেজ, দুই পাটি দাঁত, গরু জাবর খায় ইত্যাদি ইত্যাদি .. সে তাই লিখে স্যারকে জমা দিল! তারপর?
............০............
২.
এবার আমার কাকাতো ভাইয়ের তোতলামির গল্প বলি...
সে যখন হাফপ্যান্ট বেলায় ছিল তখন সে....
গরুকে বলতো গুরু
বাছুরকে বলতো ভাশুর
পাঠাকে বলতো ফাটা
এখনও সে মাঝে মধ্যে বলে ফেলে। পুরোনো অভ্যেস বলে কথা!
...............০..............
আমার আগের পোষ্ট
পৃথিবীতে সবাই বোকা নয়, কেউ কেউ ব্যাচেলর!
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।