আমাদের কথা খুঁজে নিন

   

ঈদুল আজহার সুন্নাত ও মুস্তাহাব সমূহ



১. খুব ভোরে শয্যা ত্যাগ করা সুন্নাত। ২. মিছয়াক করা সুন্নাত। ৩. গোসল করা সুন্নাত। ৪. নিজের সব চেয়ে ভাল কাপড়টি পরিধান করা সুন্নাত। ৫. শরীয়াতের সীমার মধ্যে থেকে যথাসাধ্য সুসজ্জিত হওয়া সুন্নাত।

৬. খোশবু লাগানো সুন্নাত। ৭. ঈদুল আজহাতে নামাযের পূর্বে কিছু না খেয়ে নামাযের পর কুরবানীর গোশত দিয়ে খাওয়া মুস্তাহাব। ৮. নিয়তকে খালিস করে কুরবানী করা সুন্নাত। ৯. মোটাতাজা পশু দিয়ে কুরবানী করা সুন্নাত। ১০. কুরবানী গোসত ৩ ভাগ করে ১ ভাগ গরীব মিসকীনকে দেওয়া সুন্নাত।

১১. প্রত্যুষে ঈদগাহে যওয়া সুন্নাত। ১২. ঈদের নামায বিনা ওযরে মসজিদে না পড়ে ঈদগাহে পড়া সুন্নাত। ১৩. ঈদগাহে এক রাস্তায় গমন করা অন্য রাস্তায় প্রত্যাবর্তন করা সুন্নাত। ১৪. যাওয়ার সময় রাস্তায় এই তাকবীর বলা- আল্লাহু আকবার,আল্লাহু আকবার, লাইলাহা ইল্লাহু আল্লাহু আকবার,আল্লাহু আকবার, ওল্লিলাহিল হামদ্ সুন্নাত। ১৫. ঐদিন বেশী বেশী দান সদকা করা মুস্তাহাব।

১৬. খুশী আনন্দ ভাব রাখা মুস্তাহাব। ১৭. নিজ মহল্লার মসজিদে ফজরের নামাজ আদায়করা মুস্তাহাব। ১৮. ঈদের নামাযের পর খুৎবা পাঠকরা ও শ্রবন করা ওয়াজিব। আমরা একটু চেষ্টা করলেই এই গুলো আদায় করতে পারি।


সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ২১ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.