আমাদের কথা খুঁজে নিন

   

আমলাতান্ত্রকি জটলিতায় ঈদরে আগে বকয়ো ও র্বধতি বতেন পাচ্ছনে না সরকারি র্কমর্কতা র্কমচারীরা



ঈদের আগে বকেয়া বর্ধিত বেতন-ভাতা পাচ্ছেন না সরকারি কর্মকর্তা কর্মচারিরা। এজন্য আমলাতান্ত্রিক জটিলতায় ধীর গতিকেই দুষারোপ করেছেন তারা। অর্থ মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন জারির উপর সব কিছু নির্ভর করলেও পরীক্ষা-নিরীক্ষার জন্য এখনো তা আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়নি। অনেক অপেক্ষার পর সরকারি কর্মকর্তা কর্মচারিদের জন্য পে স্কেলের ঘোষণা আসে ১১ নভেম্বর। আগামী বছর জুলাই মাস থেকে ভাতা কার্যকর হলেও নতুন বেতন কার্যকর হয়েছে গত জুলাই থেকে। কর্মকর্তা-কর্মচারিরা বর্ধিত বেতন ঈদের আগেই পাবেন এমন ঘোষণাও দিয়েছেন অর্থমন্ত্রী। তবে ঈদের আগে বর্ধিত বেতন-ভাতার জন্য এসআরও জারি হয়নি অর্থ মন্ত্রণালয় থেকে। অর্থ মন্ত্রণালয় বলছে, নতুন বেতন স্কেলের প্রজ্ঞাপন জারি হওয়ার পরও বেতন স্কেল এবং বকেয়া বেতন নির্ধারণী ছক তৈরিতে আনুষ্ঠানিকতা শেষ করতে সময় লাগবে। সারাদেশে ১০ লাখের বেশি সরকারি কর্মকর্তা কর্মচারির জন্য নতুন বেতন কাঠমো বাস্তবায়ন করতে বছরে সরকারের অতিরিক্ত খরচ হবে ৩ হাজার ৫৭০ কোটি টাকা।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।