আমাদের কথা খুঁজে নিন

   

আরেক টা নতুন রাজনীতির নাম টেকটিউনস

আজকে আমার পোস্টটি  একটু বিভ্রান্তিকর। জানি এতে করে টেকটিউনস মোডারেটরদের শরীরে আগুন ধরে যাবে। কেন বললাম এই এই রাজনীতির কথা ? এইটা এখন মূল কথা। অনেকের রাগের বসবতি হয়ে টেকটিউনস এ এইরকম একটা পোস্ট দেওয়া।
আমি গত ৫ই আগস্ট টেকটিউনসে একটা পোস্ট দেই।

যেটা মাত্র ১ ঘণ্টার ভিতরে পোস্টটি কে পেন্ডিং করে দেওয়া হয়। সেই সময় ভাবছিলাম হইত আমি টেকটিউনসের রুলস ভেঙ্গে পোস্ট টা করে ফেলেছি। কিন্তু আজকে আমি দেখলাম সেই একই ধরনের পোস্ট অন্যরা দিয়েছে। কিন্তু তাদের পোস্টের কোন ক্ষতি হয় নি। সেটা আর সাধারন কয়েকটা পোস্টের মত রয়ে গেছে।

শুধু  আমার পোস্ট আর ওই পোস্টের মধ্যে  পার্থক্য একটাই। আমি নামকরা পপুলার ব্যাক্তি না আর যাদের পোস্ট টি রাখা হয়েছে তারা বাংলাদেশের স্বনামধন্য ব্যক্তি।

আশিকি-২ মুভি তে একটা কথা ছিল
                                    "গানেওয়ালে কি কামাই খাতা, গানেওয়ালে কি ইজ্জত করনা শিখ" 
আজকে যদি টেকটিউনসের মোডারেটররা এই কথাটুকু বুঝত অন্তত সন্মান করা শিখতো। টেকটিউনস চলে লেখকদের উপর। তাদের লেখা থেকেই তারা ইনকাম করে।

কিন্তু তারা সেই রাইটারদের কে সন্মান করে না। আরও বরঞ্চ উল্টো বাজে বিহাবও করা শুরু করে। যাই হোক এইসব নিতিকথা শুনিয়ে কোন লাভ নেই। টেকটিউনস এর এইসব দেমা গিকতার কারনে আমি লেখা একপ্রকার ছেড়ে দিছি বললেই চলে। আমার পোস্টটির টাইটেল ছিল " ফ্রীল্যান্সিং মিটআপ এন্ড ট্রেনিং-২০১৩"  এটি মুলত একটা মানুষের কল্যাণে কাজ করার জন্য একটা প্রোগ্রাম।

এখনো প্রোগ্রাম টি চলছে। আর এটি সারা বাংলাদশব্যাপি হবে। তার জন্য আমরা এই কমিউনিটি তে একটা পোস্ট করেছিলাম। পেন্ডিং যখন করেছিল তখন কষ্ট পাই নি কিন্তু পরবর্তীতে যখন সেই রিলেটেড পোস্ট দেখি আর সেটা আবার ডিলিট হয় নি তখন অনেক খারাপ লাগে। আমি যে পোস্ট টির কথা বলছি " আর আর ফাউন্ডেশন চট্টগ্রাম মিটা আপ প্রোগ্রাম " এরাও জনকল্যাণ মুলক কাজ করছে।

তাদের ডিপার্টমেন্ট টা অনেক বড়। আমাদের ডিপার্টমেন্ট বড় না কিন্তু আমরাও সেই একই কাজ করছি। কেন এই রাজনীতি? আইন সবার জন্য সমান। তাই যদি না হয় তাহলে ল পরিবর্তন করে টেকটিউনসে এর নিতিমালাতে লিখতে হবে এখানে শুধু নামকরা পপুলার জিনিসগুলার পোস্ট আপ্রুভ রাখা হয়। ছোট কোন জিনিসের পোস্ট আপ্রুভ করা হয় না।


আমি এই রকম বিভান্তি রকমের পোস্ট আপনাদের আঘাত করলে ক্ষমা করে দিবেন। আর দয়া করে সামনা সামনি গালাগালি দিবেন না। আমার আড়ালে দিবেন। তা না হলে আমি আবার কষ্ট পাব।


সোর্স: http://www.techtunes.com.bd/

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।