আমাদের কথা খুঁজে নিন

   

সীমাহীন কাজল

সুন্দরের কাছেই সব দায় ভার

অনেক গভীর ছিল তোমার কাজলের কালো রঙ। কোন দিন কখোনো মেঘের রঙও এতো গভীর ছিল না জানি। জানি না কাজল কি তোমার পক্ষ নিয়ে অমন গভীর হলো কিনা? আজ-কাল শুনেছি সবাই পক্ষ-পাতিত্বে বেশ এগিয়ে, হোক তা রাজনৈতিবীদ , অফিসের কর্মচারি কিংবা মহল্লার মুচি সবাই। রাতের সোডিয়াম লাইট শহরকে কতটা আলো দেয় তাও জানি না, মেপে দেখার যন্ত্র কিংবা ঞ্জান কোনটাই নেই। শুধু ততটুকুই জানি যা তুমি জানিয়েছো। রাতের নিস্তব্দতায় অরো কতো কি যে জেগে থাকে তার কিই বা জানি? শুধু জানি তোমার কাজল সীমাহীন দৈর্ঘ্য-প্রস্থের এক পৃথিবী দাঁড় করে দিয়ে ছিলো আমার সামনে। যেখানে সাগর আছে, নিরন্তর আস্তরনের আকাশ আছে ;আর আছে প্রপ্তি প্রত্যাশার এক স্বপ্নতরী। আমি স্বপ্নতরীতেই ভাসলাম তোমাকে সাথে নিয়ে, আমি তোমার আর তুমি আমার অস্তিতের রেখা বরারব। স্বপ্নতরী এক দিগন্ত থেকে অন্য দিগন্তে পাড়ি দিয়ে কোন সৈকতে ভোরের সোনালী অলোয় স্নান করলেও তোমার গভীর কাজল আমাকে আবার কোন সীমাহীন পথে নিয়ে যায় স্বপ্ন বুনতে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।